আমাদের কথা খুঁজে নিন

   

বোকার রাজ্যে বিবেক হতাশায় ......

আমি আমার অলস ভাবনাগুলো লেখার চেষ্টা করি। কি অদ্ভুত!!! কি অদ্ভুত!!! কিছু কইলেই দুইটা পক্ষ হয়ে যায়। কি অদ্ভুত এক ঐক্য আমাদের মধ্যে। তুমি বন্ধু যদি শাহাবাগ এ যাও অন্য বন্ধুর কাছে এটা হচ্ছে তুমি নাটক এ যাচ্ছ। কিছু বন্ধু দাঁত বের না করে হাসে।

বন্ধু তুমি যাও নাই? শালা তুই তো অসাহসী!! আসালামু আলাইকুম বন্ধু কেমন আছো? কিরে তুই কি শিবির? বন্ধু পদ্মা সেতুর উপর দিয়া কি কোনদিন গাড়ি চালায় যাইতে পারুম? দিছিলা তো ঠিক ই ভোট, এইবার বুঝো। কোন বন্ধু কিছু কইলেই হইলো আর এক বন্ধুর কাছে জুতসই উত্তর আছেই। সাথে আবার ফেসবুক এর লাইক। উফফ!! পুরাই অস্থির অবস্থা!!! কোন কিছুই ভালো ভাবে নেয়াই যাবেনা,অসম্ভব। নিলে তো তর্ক করা যাবেনা।

স্মার্ট হতে হবে যে!!! অনেক লিখলে বিরক্ত হবা বন্ধু। বন্ধুদের অবস্থা এখন এইরকম, দোস্ত তোমার বউ কেমন আছে? ভালো নাইরে দোস্ত, ভালো থাকবো ক্যামনে যেই অত্যাচার করোস তুই। আর যদি উত্তর হয়ঃ আছে বউ ভালো আছে, বন্ধুর স্মার্ট উত্তর তখনো আছে, ভালো তো থাকবই যে সুখ দিয়েছিস ভাবিকে........ আসুন তর্ক করি জীবনটা সহজ হবে। শাহাবাগ এর কিছু বিতর্ক আমার ভালো লাগে নাই। সত্যি মিথ্যা জানিনা।

জানতে চাইনা। রাজাকার এর ফাঁসি চাই। এটা হচ্ছে প্রথম চাওয়া। দ্বিতীয় চাওয়া হচ্ছে এই প্রজন্ম চত্বর হোক স্বাধীন ভাবে মন খুলে কথা বলার স্থান যেখানে এর পর থেকে সাধারন জনগন তাদের ইচ্ছার কথা প্রকাশ করতে পারে। শুধু প্রথম চাওয়া দিয়ে দেশের কিট পতঙ্গ ধ্বংস হবে সত্যি কিন্তু কিট পতঙ্গ যে বংশ বিস্তার করেছে তার কি হবে? ওদের পরিষ্কার করবে কে? এছাড়াও অনেক কথা আছে যা কিট পতঙ্গের বাইরের পরিবেশের।

জানিনা, শুধু কি লিখার জন্য লিখি নাকি না বলা কথা গুলো জমতে জমতে আমি হয়ে যাই বোকাদের রাজ্যের এক বোকা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।