আমাদের কথা খুঁজে নিন

   

বোকার স্বর্গ

সত্যি বোকা বাক্সে বন্দি আমরা ,
বোকা বোকা স্বপ্ন মরিচিকা।
আলেয়ার আলো ভোরের আলো ভেবে ভূল,
হারিয়ে মূল অথৈই সাগরে পাইনা কুল।

চেনা পথ মাঝে মাঝে অচেনা ….
চেনা মুখ আবছা আলোয় অজানা ……
মেঘে অন্ধকার হলেও বিদ্যুৎ চমকায় মনে,
ভয় আসে হতাশার বার্তা নিয়ে।

বোকা হয়ে বকি কত কথা ।
বোকা বাক্সে আসে বোকাদের ভাষা।


বোকার স্বর্গ খুজি ,বোকামি প্রথায় ।
আশ্বাসটুকু বেঁচে থাক চিরদিন ,
বাস্তবতা থেকে অনেক দুরে …….

কেউ বোকা স্বার্থে ,কেউবা না বুঝে ।
কেউ বোকা না থেকে নেই উপায় !
চোখ থাকতেও অন্ধ হয়ে বেচে থাকার খায়েশ ।
জানতে গিয়ে না মানার ভয় ,
জুজু বুড়ির হতাশার ক্ষয় ।

সব আলোয় আলোকিত ,
মশালটা শুধু অন্ধকার মানুষদের কাছে ।


তাদের কাছে লোভ আর ভয়ের চুষিকাঠি ।
রূপকথা আর কল্পনায় ঘেরা রাস্তায় দাড়িয়ে,
রহস্যের ঘোরে একদিন সব যায় হারিয়ে । ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।