আমাদের কথা খুঁজে নিন

   

ভোটারদের ভিতর জনসচেতনতা সৃষ্টিতে আমরা যা করছি:ভোট প্রদানে উৎসাহ দান, যোগ্য প্রার্থী নির্বাচনে সহযোগিতা, ভোট কেন্দ্রে নিরাপদে অবস্থানে যা করণীয়....



খুব ব্যাস্থ সময় পার করছি। ফুলপুর উপজেলার এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত আমরা সীমাহীন দৌড়াদৌড়িতে ব্যাস্থ। আমাদের এবারের লক্ষ্য পৌরসভা নির্বাচনে ভোটারদের ভিতর জনসচেতনতা তৈরী করা। খুবই রিস্কি তবে আনন্দদায়ক কাজ। নিজের নীতির কাছে পরিষ্কার থাকলে এটা একটা ব্যাতিক্রম জনসেবা।

কেনো ব্যাতিক্রম জনসেবা? কারন আমরা সরাসরি ভোটারদের সাথে কথা বলছি। তাদেরকে উৎসাহিত করছি। কি করছি আমরা? ভোট প্রদানে উৎসাহ দান: অনেকের ভিতর ভোট নিয়ে কোন রকম আগ্রহ নেই। আমরা জিজ্ঞেস করেছিলাম ভোটের দিন কি করবেন? কেউ বললো ঘুমাবে, বেড়াতে যাবে, আড্ডা দিবে ইত্যাদি। আমরা অবাক হলাম! আমরা তাদেরকে এভাবে বুঝানোর চেষ্টা করলাম।

আপনি এদেশের একজন সুনাগরিক। একজন নাগরিক হিসাবে নিশ্চয় আপনি চান দেশের সু-উন্নয়ন। সু উন্নয়নের লক্ষ্যে আপনার কি উচিত না একজন ভালো নীতিবান প্রতিনিধিকে মনোনয়োন করা? হয়তো আপনার একটি ভোটের কারনেই একজন সুপ্রতিনিধি হেরে যাবে। যোগ্য প্রার্থী নির্বাচনে সহযোগিতা: যোগ্য প্রার্থী নির্বাচনে কিছু মানদন্ড তৈরী করেছে আমরা। ১।

শিক্ষাগত যোগ্যতা ২। প্রার্থীর অতীত কর্মকান্ড ৩। নির্বাচনে প্রার্থীর প্রতিশ্রুতি/মূল প্রয়োজনীয় জিনিসগুলো প্রতিশ্রুতিতে আছে কিনা ৪। প্রার্থীর খুব নিকট আত্নীয়-স্বজনদের অতীত কর্মকান্ড ও প্রার্থীর তাদের উপর প্রভাব ভোট কেন্দ্রে নিরাপদে অবস্থানে যা করণীয়: অনেক সময় দেখা যায় ভোট কেন্দ্রে সংঘর্ষে বা কোন প্রার্থীর উচ্ছৃঙ্খল কোন কর্মীর মাধ্যমে ভোটাররা নাজেহাল হয়। সেজন্য আমরা ভোটারদের বেশ কিছু করণীয় শিখিয়ে দিয়েছি।

১। সকাল সকাল ভোট কেন্দ্রে যাওয়া ও ভোট দেওয়া। ভোটদান শেষে নিরাপদ অবস্থান থেকে নির্বাচনী আনন্দ উপভোগ করা। ২। নির্বাচন নিয়ে কোন রকম তর্কে জড়িয়ে না পরা।

৩। কোন রকম স্লোগান না দেওয়া ৪। কোন প্রার্থীরা কর্মীরা ভোট চাইতে আসলে বিবেচনা করবেন বলে সরে আসা ৫। নির্বাচনের ফলাফল ঘোষণা হলে ভোট কেন্দ্রে বাড়াবাড়ি রকম প্রতিক্রিয়া ব্যাক্ত না করা (খুবই সংক্ষেপিত ও অনেক পয়েন্ট বাদ গেসে) ফুলপুর পৌরসভার মেয়র প্রার্থীরা: ১। মোঃ শাহজাহান/তালা/আওয়ামীলীগ ২।

আমিনুল হক/কাপ-পিরিচ/বিএনপি ৩। রফিকুল হাসান সোহেল/চশমা/বিএনপি ৪। মোঃ সফিরউদ্দীন/আনারস/আওয়ামীলীগ ৫। মনিরুল হাসান টিটু/দেয়াল ঘড়ি/আওয়ামীলীগ ৬। শশদর সেন/দোয়াত কলম/আওয়ামীলীগ আজকে ভোট প্রদান চলছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.