আমাদের কথা খুঁজে নিন

   

ভোটারদের মতি গতি সত্যিই বিস্ময়কর!!

জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...
বাংলাদেশে ভোটের বাজারে সবচেয়ে বড় বিস্ময় ভোটারদের মতি গতি। কি যে তারা বোঝে আর কি যে তারা সিদ্ধান্ত নেয়। বোঝা মুশকিল। সকাল থেকে ঘুরছি কেন্দ্র থেকে কেন্দ্রে, বোঝার চেষ্টা করছি ভোটের হাওয়া কোনদিকে। এতদিন মিডিয়া আমাদের যা বোঝানোর চেষ্টা করেছে, আর এখন ভোটের বাজারে যেভাবে প্রচারনা চালাচ্ছে... ব্লগেও যে সব পোষ্ট দেখছি বাস্তব পরিস্থি্তি কিন্ত আমার কাছে একদমই ভিন্ন কিছু মনে হয়েছে।

অল্প কিছু পরেই ভোটের ফলাফল আসা শুরু হবে- একটা ভবিষ্যতবানী এখনই করে ফেলা যায়...... গত নির্বাচনে আওয়ামীলীগের শোচনীয় পরাজয়কে যদি মাথায় রাখি, বি এন পি’র জন্য ভোটের ফলাফল সে মাত্রার মহাবিপর্যয়কর জাতীয় কিছু হবে বলে মনে হচ্ছে না। জামাতের সঙ্গে সংশ্লিষ্টতা, গত জমানার মহা মহা সব দুর্নীতি ১/১১কে যেভাবে আওয়ামীলীগ তার অর্জন বলে দাবী করে, বর্তমান অস্থায়ী সরকারের দুর্নীতিবিরোধী মহাঅভিযান- সব মিলিয়ে তো এবারের নির্বাচনে বি এন পি’র নাম নিশানা মুছে যাওয়ার কথা। বিভিন্ন কেন্দ্রে ৪দলের প্রার্থীদের টাকা সহ ধরা পড়ার ঘটনা মিডিয়ায় জোরে সোরে প্রচার চলছে। খুবই হাস্যকর এবং অপটু হাতের প্রশাসনিক তৎপরতা। এ ঘটনা বি এন পি’র পক্ষে যাবে নাকি বিপক্ষে তা বুঝতে হয়তো আমাদের একটু সময় লাগবে।

কিন্ত সাধারন কথা হলো- টাকা বহন করা কি ফৌজদারী অপরাধ নাকি? আর যে সব এমাউন্টের কথা বলা হচ্ছে তা যে কোন মানুষের কাছে তো থাকতেই পারে যদি সে ব্যাবসায়ী হয়। ফলে অনেকের কাছে এটা হয়রানীমুলক ঘটনা মনে হতেই পারে। এটা কি বরং বি এন পি’র হাতে অস্ত্র তুলে দেওয়া নয়, যাতে হেরে গেলে সে প্রমান করতে পারে প্রশাসন তার বিরুদ্ধে কি পরিমান বৈরী ছিল? ভোটের বাজারে কিন্ত বি এন পি ঠেকাও এমন কোন হাওয়া দেখা যায় নাই। অন্ততঃ আমার চোখে পড়ে নাই। বি এন পি যে মহা এক খল চরিত্র ভোটারদের হাবে এবং ভাবে তেমনটিও মনে হয় নাই।

আমার মনে হয়েছে বাংলাদেশের বিগত কয়েকটি নির্বাচনের মতো এটাও একটা নির্বাচন, যেখানে মানুষ আওয়ামীলীগকে যেমন ভোট দিচ্ছে, বি এন পি’র ভোটারও তেমনি প্রচুর। তারেক জিয়ার দুর্নীতি নিয়ে তাদের যেমন সমস্যা নাই, তেমনই নির্বাচনী ভাষনে খালেদা 'সন্ত্রাসবিরোধী অনন্ত যুদ্ধে-সামিল না হতে চেয়ে কি অবস্থান নিলেন-তাও তাদের কাছে বড় কোন ফ্যাকটর নয়। একই সঙ্গে মনে হয়েছে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষনা আওয়ামী ভোট বাক্স যেমন ভরে দিবে না, তেমনি জি এম ফূডের পক্ষে তার সরাসরি ওকালতিও আওয়ামী ভোটে তেমন বিপর্যয় ডেকে আনবে না। সাধারন ভোটারদের মতি গতি সত্যিই বিস্ময়কর। ফলে বি এন পি’র আশাবাদী হওয়ার অনেক কারনই আছে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.