আমাদের কথা খুঁজে নিন

   

ডিসিসি নির্বাচনে এসএমএসে ভোটারদের কেন্দ্র জানাবে ইসি



আসন্ন ডিসিসি নির্বাচনে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্র ও ভোটার নাম্বার জানিয়ে দেবে নির্বাচন কমিশন। একজন ভোটার ম্যাসেজ অপশনে গিয়ে তার ভোটার আইডি নাম্বার চেপে ইসির দেয়া নির্দিষ্ট নাম্বারে এসএমএস করলেই, ফিরতি এসএমএস-এ কেন্দ্র ও তার সিরিয়াল নাম্বার জানিয়ে দেয়া হবে। পর্যায়ক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ও মে মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা নির্বাচনে এই পদ্ধতিতে ভোটারদের ভোট কেন্দ্র ও ভোটার সিরিয়াল নাম্বার জানিয়ে দেবে নির্বাচন কমিশন। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনেও এ পদ্ধতি ব্যবহার করা হবে বলে ইসি সূত্রে জানা যায়। ইসি সূত্রে আরো জানা যায়, ইউএনডিপির অর্থায়নে সফটওয়্যারের কাজ প্রায় শেষ পর্যায়ে।

এ পদ্ধিতে ভোটারদের ভোট কেন্দ্র খোঁজার ভোগান্তি দূর হবে। অন্য দিকে সঠিক ভোটার নাম্বার জেনে অল্প সময়ে ভোটাররা ভোট দিতে পারবে। ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের ক্ষেত্রে ভোটার স্লিপ বিলি করতে পারবে এ ধরনের বিধিমালা তৈরি করেছে নির্বাচন কমিশন। এর বিকল্প হিসেবেও কমিশন এ ব্যবস্থা নিচ্ছে বলে জানা যায়। তবে এসএমএসের পাশাপাশি নিজ উদ্যোগে ভোটার স্লিপও বিতরণ করবে নির্বাচন কমিশন ।

নির্বাচন কমিশন জানায়, প্রতি নির্বাচনে অনেক ভোটার কোন কেন্দ্রে ভোট দেবে এ নিয়ে জটিলতায় পড়ে। অন্যদিকে ভোটারদের ভোট দেয়ার সিরিয়াল নাম্বার আগে থেকে জানা থাকলে ভোট দেয়ার সময় অনেক কম লাগে। তাই ভোটারদের সঠিক সিরিয়াল নাম্বার এবং কেন্দ্র জানিয়ে দিতেই নির্বাচন কমিশন এ ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়। এ দিকে ভোটার স্লিপ বাবদ প্রার্থীদের যে ব্যয় হয় সেই টাকা নির্বাচনের অন্যান্য প্রচারণায় ব্যবহার করতে পারবে। সাইফুদ্দিন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.