আমাদের কথা খুঁজে নিন

   

মিরাকল ঘটতাসে.. কি আচানক ঘটনা..

দিল ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা।

গতকাল রাত থিকা আমার নেটের লাইন মিরাকল দেখাইতেসে... সেই মিরাকল দেইখা আমি মুগ্ধ এবং একই সাথে শঙ্কিত... গতকাল রাইত হইতে আমি বিশাল স্পীড পাইতেসে। নিম্নে এক মেগা বিট: উর্ধ্বে তিন মেগাবিট। এত স্পীড লইয়া আমি এখন কি করি? মেলাগুলা ফাইল ফালাইতে হইসে নতুন রে জায়গা দিবার জন্য। খালি মনে লইতেসে কখন না লাইনটা কাইটা দেয়... একটা কাম করসিলাম কয়দিন আগে.. এই ঘটনা তারই ফজিলত কি না পারলে আমারে কেউ জানাইয়েন। লোকাল আই এস পি যে ডি এন এস দিসিল, সেইটা বদলাইয়া গুগল এর ৮.৮.৮.৮ এবং ৮.৮.৪.৪ ব্যবহার করসি। কার কাসে যেন শুনসিলাম এতে নাকি স্পীড বারে... এখন খানি মনে হ্ইতেসে, কখন না হেতেরা আইসা কয়, আপনে সার্বার থ্যাক করসেন। আপনার লাইন কাইটা দিব। এইরকম ঘটনা ঘটা কি পসিবল? গুগল ডি এস এস দিয়া?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।