আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের লাইফে মিরাকল ঘটে না,আমরা মিরাকল ঘটাই ! ;-)

এই বার্ণিং(পোড়া) লাইফে--- এক,কখনো ক্লাসের সেরা ছাত্র বইলা পরিচিত হইতে পারলাম না। দুই,রাস্তা দিয়া যাবার সময় কোন সুন্দরী ললনার সাথে আলতো ধাক্কা লেগে তার হাতের বই অথবা ব্যাগ-ও ফেলা হলোনা,মাটি থেকে তার বই\ব্যাগ তুলে দেবার সময় তার চোখে চোখ রাখাও হলো না,কিছু বলা তো দূরে থাক ! তিন,কোন শিল্পপতি তার কার্ড দিয়ে কইলো না,"হেই ইয়াং ম্যান,কাল আমার অফিসে চলে আসো,উই আর লুকিং ফর আ টেলিন্টেড(?) পার্সন লাইক ইউ ! " জীবনে মিরাকল বইলা কিছুই ঘটলো না ! হতাশাব্যঞ্জক অংশ পড়া শেষ ? তাহলে শুনুন,আমাদের মত আম-জনতা,চলার পথে অতি-মাত্রায় ধাক্কা খাওয়া পাব্লিকরা মাঝে মাঝে এমন কাজ করে ফেলে ,"যাহা কিনা অন্যদিগের নিকট মিরাকল বলিয়া বিবেচিত হয় !" আমাদের লাইফে মিরাকল ঘটে না,আমরা মিরাকল ঘটাই ! ;-

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.