আমাদের কথা খুঁজে নিন

   

রামুর ‘লুট হওয়া’ বৌদ্ধ মূর্তিসহ রোহিঙ্গা আটক

সোমবার বিকালে রামু চৌমুহনী স্টেশন থেকে রাশেদকে (২৪) আটক করে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার।
কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাট এলাকার বাসিন্দা রাশেদ মিয়ানমারের নাগরিক। তার বাবার নাম মৃত আবুল মাসুদ।
রামু থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, চারটি মূর্তির মধ্যে দুটি মূর্তিই ভাঙা। পোড়া চিহ্ন দেখে মনে হচ্ছে, মূর্তিগুলো গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে রামুর বৌদ্ধ বিহার থেকে লুট করা হয়েছে।
উদ্ধার করা প্রতিটি মূর্তির উচ্চতা প্রায় আট ইঞ্চি। ওজন হবে চার থেকে পাঁচ কেজি।
একটি স্কুল ব্যাগে ভরে মূর্তিগুলো কক্সবাজারে পাচার করা হচ্ছিল।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগ এনে গত বছরের ২৯ ও ৩০ সেপ্টেম্বর কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধ বসতি ও মন্দিরে ব্যাপক তাণ্ডব চালায় উগ্রপন্থীরা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.