আমাদের কথা খুঁজে নিন

   

রামুর বাঁদরামি

নাদিয়া জামান দুষ্ট বুদ্ধি মাথায় রামুর কানায় কানায় ভরতি পরের মাথায় ভাঙলে কাঁঠাল বেজায় লাগে ফুর্তি। দস্যিপনায় যখন তখন নয়কে করে ছয় যন্ত্রণাতে অতিষ্ঠ তায় সবাই করে ভয়। হেলে-দুলে কান্তা মাসী এই তো সেদিন দুপুরে জল আনতে যাচ্ছিলো বেশ, মিয়া বাড়ির পুকুরে। পুকুর পাড়ের জারুল গাছে রামু তখন বসিয়া চুরি করা চাম্পা কলা খাচ্ছিল বেশ কষিয়া। মাসীর দেখা পেয়ে রামু ফেলল কলার ছিলে ধড়াম শব্দে গ্রামবাসীদের চমকে গেল পিলে।

কোমর ভেঙে বিলাপ করে দিলো মাসী শাপ আর জনমে বাঁদর হবি, যা করেছিস পাপ। এসব শাপে রামুর বল কি যায় আসে আর বন্ধ করবে বাঁদরামি?আহ!বয়েই গেছে তার। দু দিন বাদে আসলো রামু কান্তা মাসীর দোরে বলল মাসী ভুল হয়েছে দাও না গো মাফ করে। আমার আনা মিঠাই খেয়ে মনটা করো শান্ত মিঠাই খেলেই মহা বিপদ মাসী কি তা জানতো? আস্ত মিঠাই মুখে, মাসী করলো শুরু হল্লা মিঠাই তো নয় এসব ছিল চুন ও আটার গোল্লা। আবার যদি আসিস হেথায় জাঁকিয়ে দেবো চড় আর জনমে বাঁদর হবি দিলাম তোকে বর।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.