আমাদের কথা খুঁজে নিন

   

একজন পেশাদার ফুটবলারকে জাতীয় পাটকল করপোরেশনের পরিচালক হিসেবে নিয়োগ করাটা কতটা ...যৌক্তিক ???


তিন সচিবসহ জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল হয়েছে। গতকাল সংস্থাপন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ড. মিহির কান্তি মজুমদার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য মেজবাহ-উল আলম পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ গোলাম কুদ্দুসকে প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য হিসেবে বদলি করা হয়েছে। ওএসডি উপ-সচিব নাজমুল আহসান মজুমদার, নাজির আহমেদ এবং ড. মো. সিরাজুল ইসলামকে জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনে বিশেষজ্ঞ সমীক্ষকের দায়িত্ব পালনের জন্য শ্রম ও কর্মমন্ত্রণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত উপ-সচিব রাশিদা ফেরদৌস সেবা পরিদপ্তরের পরিচালক এবং বিশ্বকাপ ক্রিকেট-২০১১ এর ভেন্যু হিসেবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক পদে বদলির আদেশাধীন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মামুনুর রহমান খলিলীকে ওএসডি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ সাজেদুল ইসলাম, নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার লুৎফুন নাহার, সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রাবেয়া বসরী, জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার রেহানা আকতার এবং হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাসরিন আলম সাথীকে পরবর্তী পদায়নের জন্য চাকরি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. ময়েজ উদ্দিন তালুকদারকে ঢাকাস্থ গজনবি সড়কে মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এবং আরিফ খান জয়কে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া, অতিরিক্ত ও যুগ্ম-জেলা জজ পদে কয়েকজন বিচারককে বদলি করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়। কুমিল্লার অতিরিক্ত জেলা জজ জাহানারা বেগম যশোরের অতিরিক্ত জেলা জজ এবং পাবনার অতিরিক্ত জেলা জজ মুহাম্মদ মঞ্জুর কাদিরকে জয়পুরহাটের অতিরিক্ত জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে।

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম-জেলা জজ) আজিজ আহমদ ভূঁইয়া টাঙ্গাইলের যুগ্ম-জেলা জজ, মো. মফিজুর রহমান ভূঁইয়া কিশোরগঞ্জের যুগ্ম-জেলা জজ, ছুমিয়া খানম ঢাকা পরিবেশ আদালতের জজ (যুগ্ম-জেলা জজ), এবিএম জহিরুল গণি চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম-জেলা জজ এবং মুন্সী রফিউল আলমকে কুমিল্লার যুগ্ম-জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে। রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবিএম মাহমুদুল হক, ঝিনাইদহের যুগ্ম-জেলা জজ মো. জামিউল হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম- জেলা জজ সৈয়দ কামাল হোসেন, রংপুরের যুগ্ম-জেলা জজ নরেশ চন্দ্র সরকার এবং কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ-আল মামুনকে আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। ঢাকা যুগ্ম-মহানগর দায়রা জজ ওয়ালিউল ইসলামকে শরিয়তপুরের যুগ্ম-জেলা জজ হিসেবে বদলি করা হয়েছে। Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.