আমাদের কথা খুঁজে নিন

   

অন্তর্বর্তী সরকারে বিএনপিকে আহ্বান

Click This Link তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি প্রত্যাখ্যান করে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালে বিরোধী দলের সমন্বয়ে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। আগামী নির্বাচন নিয়ে দেশে রাজনৈতিক সঙ্কটের শঙ্কার মধ্যে লন্ডনে বিবিসি বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ প্রধান এই প্রস্তাব তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, “নির্বাচনের সময় সরকার গঠনে তারা (বিরোধী দল) যদি অংশীদারিত্ব চায় সেটা আমরা দিতে পারি। “সবাই মিলে আমরা (নির্বাচন) করতে পারি। তখন একটা ছোট মন্ত্রিসভা করে ইলেকশন করতে পারি।

” এজন্য বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। গত বছরের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়, যা ১৯৯৬ সালে আওয়ামী লীগের দাবির মুখে সংবিধানে সংযুক্ত হয়েছিল। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর পর থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছে বিএনপিসহ বিরোধী দল। বিরোধী দলের যুক্তি, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। অন্যদিকে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালের অভিজ্ঞতা তুলে ধরে সরকারি দলের বক্তব্য, অনির্বাচিতদের হাতে আর ক্ষমতা দেওয়া যায় না।

আওয়ামী লীগে পরবর্তী নেতৃত্ব নিয়েও বিবিসির প্রশ্নের মুখোমুখি হন শেখ হাসিনা। তিনি বলেন, তার পরে আওয়ামী লীগের নেতা কে হবেন সে সিদ্ধান্ত তিনি দলের ওপর চাপিয়ে দেবেন না। “বাংলাদেশ 'আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। আওয়ামী লীগ যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে হবে। ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.