আমাদের কথা খুঁজে নিন

   

সর্বদলীয় সরকারে যাবেনা বিএনপি

'সর্বদলীয়' সরকারে অংশ নিবেনা বিএনপি। এ সরকার গঠনের উদ্যোগকে 'তামাশা' বলে আখ্যায়িত করেছে বিএনপি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সরকারে অংশগ্রহনের বিষয়টি নাকচ করে দেয় দলটি।

তারেক রহমানের খালাস পাওয়া এবং বিএনপির জ্যেষ্ঠ নেতাদের রিমান্ড স্থগিতের পর দিনভর জনমনে রাজনৈতিক সমঝোতার আশার সঞ্চার ঘটার পর রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য দেন।

রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের বৈঠকের পর ‘সর্বদলীয়’ সরকারের বিষয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ফখরুল এ কথা জানা।

ফখরুল বলেন, সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে পাশ কাটিয়ে জোটের শরিকদের নিয়ে সরকার আরেকটি মন্ত্রিসভা গঠনের যে উদ্যোগ নিয়েছে, এটি প্রহসন ও তামাশা। সরকারের এহেন হঠকারী সিদ্ধান্ত নিয়ে দেশকে কোন খাদের কিনারায় নিয়ে যাবে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন ও দেশের মানুষ শঙ্কিত।

তিনি আরও বলেন, ‘সর্বদলীয়’ সরকারে বিএনপিকে যোগ দিতে ক্ষমতাসীন দলের পক্ষে থেকে আহ্বান জানানো হয়, তবে বিএনপি তা প্রত্যাখ্যান করে।

এসময় উপস্থিত ছিলেন দলীয় নেতা জয়নাল আবেদিন, সালাহউদ্দিন আহমেদ, মাহবুবউদ্দিন খোকন, মারুফ কামাল খান, নিতাই রায় চৌধুরী, সেলিম রেজা হাবিব, আসাদুল করীম শাহিন, শামীমুর রহমান শামীম, শহিদুল ইসলাম বাবুল, আমীরুজ্জামান খান শিমুল প্রমুখ।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.