আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ পার্লামেন্ট ভবনের ভিতরের বেশ কিছু ছবি ও একটি কৌতুক।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
জাপান থেকে একটি ডিজিটাল গাড়ি আনা হলো। গাড়িটি সম্পুর্ন অটমেটিক। মুখে বাংলায় হুকুম করলেই কাজটি আপনা আপনি হয়ে যায়। ফলে পরিশ্রম কম কিন্তু দাম বেশি।

তাই একে পরিক্ষার জন্য টিম গঠন করা হল। টিমের সদস্যরা পরীক্ষা করে দেখতে লাগল। দেখা গেল সব ঠিকই আছে, এমনকি রেডিওতেও মুখের কথায় চ্যানেল বদলিয়ে যায়। 'লালন গিতি' বলার সাথে সাথে লালন গিতির চ্যানেল 'বাংলা সিনেমার গান' বললেই বাংলা সিনেমার গান চলে আসে। এমনি ভাবে কৌতুক, সংলাপ, ডাইলগ সবই ঘুড়িয়ে ফিরিয়ে পরীক্ষা করতে লাগল।

হটাৎ পরীক্ষা করতে আসা বিশেষজ্ঞদের মাঝে গন্ডগোল বেধে গেলো এবং একজন চিৎকার করে বলে উঠল 'ধ্যাত তোরি'। আর সাথে সাথে অটমেটিক রেডিওর চ্যানেল বদলিয়ে অন্য চ্যানেল আসল, আর তাতে বলতে শুনা গেল, 'মাননিয় সংসদ সদস্য, আপনারা দয়া করে বসুন, আপনারা সংসদ ভবনের দামি চেয়ার গুলো ভাংবেন না, মাইক্রোফোন ছুড়ে মারবেন না, এখানে অনেক মহিলা সাংসদ আছেন, তাই আপনারা আর গালি গালাজ করবেন না' আল্লার দোহাই লাগে, স্বাধিনতার কসম লাগে আপনারা সংসদের ভিতর অন্তত ইভটিজজিং করবেন না, (স্পিকারের কথা কেউ শুনছে না, শুধু ধপাশ ধপাশ শব্দ) স্পিকার ঘেমে গিয়ে, আহ্‌ আহ্‌ আহ্‌, দীর্ঘ শ্বাস নিয়ে...'আজকের সংসদ অধিবেষন এখানেই শেষ করা হলো'।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.