আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আসবে বলে

আগামীর স্বপ্নে বিভোর...

তুমি আসবে বলে কান্নারা সব পালিয়ে হলো হাওয়া, তুমি আসবে বলে কষ্টের ভীড়ে সুখের গান গাওয়া। তুমি আসবে বলে দুঃস্বপ্নেরা গুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলে দস্যি ছেলে নিমিষে হয়েছে হাবা। তুমি আসবে বলে বিরোধী দল হরতাল নিয়েছে তুলে, তুমি আসবে বলে প্রধানমন্ত্রী চুমু খায় খালেদার গালে। তুমি আসবে বলে বাজার চাঙ্গা শেয়ারে বেড়েছে দাম, তুমি আসবে বলে কৃষাণী বধু মুছে আঁচলে ঘাম। তুমি আসবে বলে ঘুষখোর ঘুষ খেতে খেতেও খায়না, তুমি আসবে বলে বখাটের দল হচ্ছেনা আর হায়না।

তুমি আসবে বলে বুড়িগঙ্গা স্বচ্ছ জলে ভাসে, তুমি আসবে বলে জনম দুঃখী মুখটা তুলে হাসে। তুমি আসবে বলে তীব্র গরমে লোডশেডিং আর হয়না, তুমি আসবে বলে কৃপণ লোকটি মেটায় বউয়ের বায়না। তুমি আসবে বলে হাসপাতালে নেইকো রোগীর ভীড়, তুমি আসবে বলে ভীরুর দল- আজ উচ্চে তুলে শির। তুমি আসবে বলে স্বপ্নের রঙ খয়েরী থেকে লাল, তুমি আসবে বলে নোঙ্গড় ছেড়ে মাঝি উড়ায় পাল। তুমি আসবে বলে শরৎ ছেড়ে কাশফুল ফুটে শীতে, তুমি আসবে বলে হয়েছি বাহির তোমায় বুকে নিতে।

তুমি আসবে বলে কবিতা লিখি বুকে বাঁধি সুর, তুমি আসবে বলে তোমায় নিয়ে যাবো বহু দূর। সুমন আহমদ সিলেট। ১১ই জানুয়ারী, ২০১১ ইংরেজী।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।