আমাদের কথা খুঁজে নিন

   

চিরায়ত

কবে যাবো পাহাড়ে... কবে শাল মহুয়া কণকচাঁপার মালা দেব তাহারে....

চলে যাচ্ছি আগামীর পথে তুমি, আমি, আমরা সবাই কখনো কি ভেবেছিলে, একদিন আমাদের পথ হবে ভিন্ন? প্রত্যেকে চলব এক একটি পৃথক পথে? ওই পথগুলো পরে আর কখনো এক হবে কিনা, তোমাতে আমাতে দেখা হবে কিনা, নিয়ন আলোয় ফুটপাথের আড্ডা হবে কিনা, শীতল রাতে উষ্ণ চায়ের কাপে আরেকবার ঝড় হবে কিনা, কখনো কি ভেবেছ? হয়তো ভেবেছ। তাইতো যখন তোমায় আমি বলেছিলাম সেদিন সায়েন্স ক্যান্টিনে, তাসের পাতা হাতে, “এমনিভাবে তাস খেলে যাব সারাজীবন, তোমাদের ছেড়ে যাবনা কোনদিন। বাঁচতে পারবনা এ জীবন ছেড়ে”। মুচকি হেসেছিলে তুমি। একবারও বলনি- “তাই যেন হয়।

সেই ভাল”। হে বন্ধু, বিদায়। চলে যাচ্ছি বটে, তবে তুমি যেন যেয়োনা কোথাও! তুমি থেকো এখানে, ঠিক এই জায়গাটিতে। যেন আমি পেছন ফিরে তাকালে আবারো তোমার লৌহকঠিন উদ্ধত হাত দেখি ওই হাত নেমে যাওয়ার জন্য ওঠেনি। কান পাতলে যেন তোমার কন্ঠছেঁড়া শ্লোগান শুনি ওই গান, থেমে যাওয়ার জন্য বাজেনি।

তুমি থেকো কিন্তু! যেয়োনাকো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।