আমাদের কথা খুঁজে নিন

   

চিরায়ত

এইসব ভালো লাগে...

আমরা কখনোই কতিপয় ওদের অধীনে থাকিনি; মনের জানালা রেখেছি খোলা, কোন আপোস করিনি। হায়নারা বারবার দিয়েছে থাবা, ঈগলেরা লোভী চোখে চায় হায়! সোনার এ মাটির মূল্য বোঝা দায়। সেই আদি থেকে আর্য-অনার্য আরো কতই না কদর্য উদ্ভট প্রেতাত্মা করেছে ভর, রক্ত হয়েছে শঙ্কর! জানি বারবার আসে ওরাই ভিন্ন পরিচয়ে, ভিন্ন বেশে, একটুখানি মিথ্যা হেসে, ভুলায় আমাদের মন। অদভূত এক সারল্যে বারবার সেই একই কারবার! ওদের বিশ্বাস করি, ভালোবাসি তারপর একদিন নিজভূমে হই পরবাসী! সম্বিত ফিরে পাই- মরি উৎকণ্ঠায়! জেগে উঠি দ্রোহের আগুনে পুড়ে আন্দোলন চলে সারা বাংলা জুড়ে উৎখাত হয় ওরা! বর্বর যাযাবর! আমাদেব অনেকের আত্মদানের পর। তারপর কাটে কিছুদিন অশান্তির মাঝে শান্তির রাস্তায়, সুযোগ বুঝে ওদেরই কেউ ত্রাতার ভূমিকা নেয় যোগবিয়োগের সরল সমীকরণ জটিল করে দিয়ে বাষ্পীয় ঘোড়ার লাগাম ধরতে চায়! শান্তি প্রকৃতির আমরা সব মেনে নেই শুধু বুকের খুব ভিতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে প্রতিবাদী হয়ে তারপর মিলিয়ে যায় অনন্ত শূণ্যতায়..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।