আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি, মেঘের মেয়ে

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

বৃষ্টি, মেঘের মেয়ে -আবু মকসুদ যুবাদের আড্ডায় মাঝে মাঝে অনাহুত মেঘেরা এসে পড়ে বৃষ্টিকথার ছলে যুবতিরা,তাদের জানিয়ে দেয় স্বাদ আহ্লাদ। রুলটানা কাগজের ছায়ায় আমরা রুমালের কথা লিখতে লিখতে পাঁজরের উৎস স্মরণ করি। তারা জলতলে সুরে গান গায় রামধনু বিকেলে, বারান্দার টবের গাছে ঝুলে থাকে কিছু গোপন কথা। বুকের ঢেউগুলো ঢেলে দিতে গিয়ে ভাবি, কবে হাওয়া আরো কাছে আসবে ধনুকের আলোয় মুক্ত কৃপাণের মতো নড়ে উঠবে যুবাদের আত্মা। এসব ভাবতে ভাবতে সন্ধি প্রস্তাবে দিনগুলো পৌষের জানালায় আগামীর গল্প লেখে। যুবাদের আড্ডায় পুতুলের বিয়ে, তোড়জোড় করে এক শিশু। ভোরের যুবতিরা ওকে চেনে - ওতো মেঘের মেয়ে, বৃষ্টি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.