আমাদের কথা খুঁজে নিন

   

জাতির পিতার প্রতি সম্মান প্রদশর্নের আরেকটি চ্রম সুযোগ

খাঁটি কথার ভাত নাই
এই আওয়ামীলিগ সরকার ক্ষমতায় আসার পর যে ভাবে একের পর এক বিভিন্ন স্থাপনার নাম চেঞ্জ করা শুরু করেছিল তাতে আমি কিছুটা অবাক হয়েছিলাম। সব কিছুর নাম চেঞ্জ কইরা বঙ্গবন্ধুর নামে করা হচ্ছিল। যেমন “চীন মৈএি সম্মেলন কেন্দ্র” হইল “বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র”……আলীগের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানির নাম বাদ দিয়া নভোথিয়েটার এর নাম করা হল “বঙ্গবন্ধু নভথিয়েটার”……পি জি হাসপাতালের নাম চেঞ্জ কইরা করা হল “বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যাল। এ রকম দেশের বিভিন্ন জায়গায় অনেক স্থাপনার নাম চেঞ্জ কইরা আমাদের জাতির পিতার নাম এ করা হইছে। প্রথম দিকে বিষয়্টা ভাল লাগতো না।

কিন্তু পরে ভাবলাম তিনি আমাদের সবার বাপ(মানে জাতিরপিতা)তার প্রতি সম্মান দেখান আমাদের সবার উচিত। (জাতিরপিতাকে সম্মান দেখাতে তার নামে সব স্পা্পনা করতে হবে এইটা নিয়া আমার সন্দেহ আছে)। তিনি না থাকলে হয়ত আমারা আমাদের প্রিয় বাংলাদেশ কে পেতাম না। আমি একজন ছাত্র । আমার পঠিত বিশ্ববিদ্যালয়টির নাম বুয়েট(BUET)।

বুয়েট শব্দের পুরা মানে অনেকেই না জানলেও বুয়েট নামে এটাকে দেশের বেশির ভাগ মানুষ চেনে। আমি শংকিত ছিলাম এইটার নাম চেঞ্জ নিয়া। যদি এইটার নামও জাতির পিতার প্রতি সম্মান দেখানর জন্য ব্যবহার করা হয়। বুয়েট এর পুরা নাম বাংলাদেশ প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইংরেজিতে Bangladesh University Of Engineering Technology. কোন কিছুর নাম চেঞ্জ করার পর একটি বিষেশ মহল সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করে।

কিন্তু আমি মনে করি বুয়েট এর নাম পাল্টানো নিয়ে সরকার কে এই ধরনের কোন ঝামেলায় পরতে হবে না। বুয়েট এর নাম এ যদি বঙ্গবন্ধু ব্যবহার করা হয় তাহলে নামটা হয় “বঙ্গবন্ধু প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়”। ইংরেজিতে হয় “Bangabandhu University Of Engineering & Technology. যেটার সংক্ষিপ্ত রূপ একই হয় অথ্যাৎ BUET. সেই দিক থেকে এটার ডাক নাম ঠিকই থাকল। ফলে কোন বিষেষ মহল আর ক্ষোভ প্রকাশ করবে না আরেক দিক দিয়ে জাতির পিতাকেও সম্মান দেখান হল। জাতির পিতার সন্তান হিসেবে মাদাম হাসিনার বিষয়টা ভেবে দেখা উচিত।

আমি জানি তিনি চাইলে যেকোন কিছু করতে পারেন।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.