আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট নিয়েও এতো পলিটিক্স চলে?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

বাংলাদেশের এ পর্যন্ত যত ভরাডুবি ঘটেছে, তার অধিকাংশ গ্রুপিং বা মনোমালিন্যর কারণে। বিশ্বকাপে তা মুক্ত থাকবে এ নিশ্চয়তা নেই। বিশেষ করে বিশ্বকাপে অধিনায়ক ও সহ-অধিনায়ক মনোনয়ন নিয়ে দলের ভেতর অসন্তোষ চলছে তা অনেকেরই ধারণা। আসলে প্রাথমিক দল ঘোষণার সঙ্গে অধিনায়ক বা সহ-অধিনায়ক যদি ঠিক করা হতো তাহলে এমনটি হতো না।

স্পষ্টই বুঝা যাচ্ছিল যেকোনো কারণে বিসিবি মাশরাফিকে অধিনায়ক করতে চেয়েছিল। কর্মকর্তারা অধিকাংশ আবাহনী সংশ্লিষ্ট বলেই তারা নাকি মাশরাফির হাতে ক্যাপ্টেনসির ব্যান্ড পরাতে চাচ্ছিলেন। এ নিয়ে যখন বিতর্ক শুরু হয়, তখুনি মোহামেডানের দুই খেলোয়াড় সাকিবকে অধিনায়ক তামিমকে সহ-অধিনায়ক মনোনীত করেন। বাংলাদেশ ইতিহাসে বড় কোনো দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক হওয়াটা এবারই প্রথম, তাও আবার বিশ্বকাপের মতো বড় আসরে। সাকিবকে নিয়ে তেমন বিতর্ক উঠেনি।

কিন্তু তামিমকে সহ-অধিনায়ক মনোনীত করাটা অনেকে মেনে নিতে পারেননি। এখানে মুশফিকুর বা রাজ্জাকের দায়িত্ব পাওয়ার কথা ছিল। অবশ্য রাজ্জাক নাকি নিজ থেকে সহ-অধিনায়ক হতে চাননি। তাহলে সাকিবের ডেপুটি হিসেবে উইকেটরক্ষক মুশফিকুরকে রাখলে ক্ষতি কি হতো। অনেকে বলছেন সাকিব ও তামিমের মধ্যে মিল থাকাতে বিসিবি প্রশংসনীয় সিদ্ধান্ত নিয়েছে।

পুরো সংবাদঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.