আমাদের কথা খুঁজে নিন

   

একজন পাকি লেখক কি লিখলো? আর 'মানবজমিন' প্রথম পাতায় কি শিরোনাম দিল!



১৯৭৫ সালের কয়েক দফা সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা গ্রহন করে জেনারেল জিয়াউর রহমান আতংকগ্রস্থ হয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন চান, সাম্ভাব্য ভারতীয় আগ্রাসনের ভয়ে। এই তথ্যটি দিয়েছেন একজন পাকিস্তানি লেখক, একটি পাকিস্তানি পত্রিকায়। কিন্তু 'মানবজমিন' পত্রিকা প্রথম পাতায় ছাপলো - "নিজেদের পছন্দের সরকার ক্ষমতায় বসাতে ১৯৭৫ সালে বাংলাদেশে আগ্রাসন চালাতে চেয়েছিল ভারত"। অতচ বইয়ে বা পাকি পত্রিকাটিতে কোথাও এধরনের কথা লেখা নেই। বইয়ে সুধু জিয়ার আশঙ্কার কথাই বলা হয়েছে।

পাকি লেখক আরো দাবি করেন - জিয়াউর রহমান ২৩শে নভেম্বর রাতে দ্বিতীয়বারের মতো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। ওই সময় তার মধ্যে ভীতি সঞ্চার হয়েছিল যে, বাংলাদেশে ভারত আক্রমণ চালাচ্ছে। এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল যে, তারা গোপনে পাকিস্তানে দূত পাঠিয়েছিল সে দেশের প্রধানমন্ত্রী জেড. এ ভুট্টোর কাছে। উদ্দেশ্য ভারতীয় এই আক্রমণ প্রতিহত করতে তাদের সহায়তা পাওয়া। এটা তো নতুন কিছু না।

সবাই জানে - জিয়া তো মুজিব হত্যার আগেও মার্কিন সমর্থন পেতে দুতাবাসে দেনদরবার করেছিলেন। পাকি লেখক লিখলো - জিয়ার জিয়া ভীত হয়ে মার্কিন ও পাকিস্তানি সমর্থন চাইলো। আর মানবজমিন লিখলো - ‘বাংলাদেশে আগ্রাসন চালাতে চেয়েছিল ভারত’ 'মানবজমিন' কি পাকি লেখকের চেয়ে বড় পাকি চামচা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.