আমাদের কথা খুঁজে নিন

   

বিলবোর্ডের উন্নয়ন ও ব্যাংকে ব্যাংকে ডাকাতি।

আগামী প্রজন্মের জন্যে স্বপ্নের বাংলাদেশ রেখে যেতে চাই।

আওয়ামী সরকারের উন্নয়নের ফিরিস্তির বিলবোর্ডে ছেয়ে গেছে রাজধানী ঢাকা শহর। বিশাল সাইজের এসব ব্যানারের বিলবোর্ডের একেকটার মুল্য দেড় থেকে পাঁচ লক্ষ টাকা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নানক জানিয়েছেন এসব বিলবোর্ড সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের পক্ষ থেকে তাদের উন্নয়ন সম্পর্কে জনগনকে জানানোর জন্যে এসব বিলবোর্ড লাগানো হয়েছে। সোজা কথায় পাব্লিকের টাকায় সরকারী দল আওয়ামী লীগের নির্বাচনী প্রচারনা।

গনতন্ত্র, সৈরাতন্ত্র, স্ট্যালিন তন্ত্র কোন তন্ত্রে এভাবে পাব্লিকের টাকার অপচয়ের নিয়ম নজির না থাকলে যে আওয়ামী তন্ত্রে থাকবে না এমন হতে পারে না। আত্মতৃপ্ত আওয়ামী সরকার তাদের মত জনগনকে যাই দেখাক সচেতন নাগরিক হিসেবে আমার কাজ সরকারের সকল সাফল্যের একটা খতিয়ান রাখা। আজ আমার কাছে থাকা আওয়ামী সরকারের উন্নয়নের কিছু খতিয়ান চিত্র আপনাদের জন্যে উন্মোক্ত করে দিলাম। ১. জনতা অগ্রনীতেও কেলেংকারী: জনতায় সোহেল, ম্যাক্স, আনোয়ারা স্পিনিংয়ের নামে ১১১ কোটি টাকার নয় ছয়। অগ্রনীতে বিটিএল, পিনাকল, মহিন, নকশী, প্যারাগন নামের ১৯৮ কোটি ১৮ লক্ষ টাকার অনিয়ম সন্ধান।

(১,সেপ্টেম্বর প্রথম আলো) ২. পাওনা ৩৭ হাজার কোটি টাকা: ২২ টি প্রতিষ্ঠানকে ঋন দিতে গিয়ে অর্থ সংকটে জনতা, সোনালী, রুপালী, অগ্রনী ব্যাংক। ২০১১-২০১২ অর্থ বছরের সমীক্ষায় রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক ২২ প্রতিষ্টানের কাছে পাওনা ৩৭ হাজার কোটি টাকা। (২৩জুন২০১৩ যুগান্তর) নিচের ছবিটা গত বছর পার্বত্য এলাকায় পাহার ধসের সময়কার। ৩. সোনালীতে অর্থ লুট, সাত হাজার কোটি টাকা ছাড়িয়েছে: হলমার্ক ছাড়া অলটেক্স ইন্ডাস্ট্রিজ, অলটেক্স ফ্যাব্রিক্স, এপেক্স উইভিং, ফিনিশিং, পদ্মা পলি কর্টন, কেএসএস নিট ও পিলুসিড কোম্পানি, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, কেএনএস ইন্ডাস্ট্রিজ, ক্যাংসান ইন্ডাস্ট্রিজ, থারমেক্স টেক্সটাইল, ইকো কটন মিলস, রহিমা ফুড করপোরেশনসহ বিভিন্ন বেনামী প্রতিষ্ঠান প্রায় ৩ হাজার কোটি টাকা লোপাট করে ২০১০ থেকে ২০১৩ সময়ে। (১৪ মে২০১৩ বনিক বার্তা ডট কম) ৪. বেসিক ব্যাংকে বড় জালিয়াতি: পরিচালনা পর্ষদ নিয়ম মানে নি।

অনিয়ম, জাল-জালিয়াতির মাধ্যমে বের নেয়া হয়ে ছে ৪৫০০ কোটি টাকা। (২৭জুন২০১৩ প্রথম আলো) ৫. বিসমিল্লাহ গ্রুপ অর্থ কেলেংকারী: বিসমিল্লাহ গ্রুপের এক হাজার ২০০ কোটি টাকা ঋণ জালিয়াতি। এ জালিয়াতি ঘটনায় মোট ছয়টি ব্যাংক জড়িত রয়েছে। ব্যাংকগুলো হলো- প্রাইম ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও জনতা ব্যাংক। (৬জুন২০১৩ নতুন বার্তা) ৬. গ্রাহকদের ৬ ছয় কোটি টাকা নিয়ে উদাও 'জাগো মাল্টি পারপাস কো-অপারেটিভ'।

(কুমিল্লার বার্তা ৮ মে ২০১৩) ৭. ডুবতে বসেছে কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক: বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদন অব্যাবস্থাপনা, ঋন বিতরনে অনিয়ম, অব্যাহত লোকশানের কারনে ডুবতে বসেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দুটি। (২৫সেপ্টেম্বর ২০১২ যায় যায় দিন) ৮. যমুনা ব্যাংক দেউলিয়ার পথে: অনিয়ম, দুর্নীতি, পরিচালনা পর্ষদের বেপরোয়া সিদ্ধান্ত, ভুয়া ঋনপত্র (এলসি) খোলা, ঋন জালিয়াতি, অস্তিত্ব হীন প্রতিষ্ঠানে বিনিয়োগ করে দেউলিয়ার পথে হাটছে ব্যাংকটি। (২২জুলাই২০১৩ বাংলা নিউজ) (২৯ জুলাই২০১৩ যুগান্তর) ৯. মার্কেন্টাইল ব্যাংকে অনিয়ম: বাংলাদেশ ব্যাংকের এক তদন্ত থেকে বেড়িয়ে আসে ব্যাংকটির এক পরিচালক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৬ মাসে ব্যাবধানে গ্রাহকদের আমানত থেকে ১২৬ কোটি ৭২ লক্ষ টাকা নেন, বিপরীতে কোন সুদ পরিশোধ করেন নি। এ শাখা থেকেই তিতাস এগ্রো ইন্ডাস্ট্রীজ লিমিটেড জামানত ছাড়াই এলসির বিপরীতে ১০ কোটি টাকা নেয়। (১৮ মার্চ২০১৩ RTNN) ১০. সাধারন বীমায় ২০০ কোটি টাকার লোপাট: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারন বীমা কর্পোরেশন কর্মকর্তারা যোগসাজসে আত্মসাত, পাচার, ভুয়া প্রতিষ্ঠানের বিরোদ্ধে পলিসি ইস্যু, ভ্যাট আদায় ও জমা না দেয়া, অনিয়মিত প্রিমিয়াম আদায়, অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে হিসাব খুলে আত্মসাত, বেসরকারী বীমা প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরন না আদায়ের মাধ্যমে এসব অর্থ লুপাট হয়।

(নভেম্বর১১ সাপ্তাহিক২০০০) ১১. এ সরকারের সময়ে ব্যাংকিং খাতের সবচেয়ে আলোচিত জালিয়াতি হলমার্ক নিয়ে আমর কোন তথ্য নেই। আশা করি সবাই জানেন। ১২. ২৮জুন ২০১০ অর্থ মন্ত্রী সংসদকে জানান ১জানুয়ারী ২০০৯ হতে ২০জুন ২০১০ পর্যন্ত রাষ্ট্রয়ত্ত চারটি ব্যাংক মোট ১৬৬২ কোটি ৫১ লক্ষ ৮৯ হাজার টাকা সুদ মওকুফ করেছে। (২৮জুন২০১০ বাংলা নিউজ) বরতমবমান সরকারের সাড়ে চার বছরে প্রায় ৫০০০ কোটি টাকার সুদ মওকুফ করা হয়েছে। (দাতা হাতেম তাই এতটা উদার ছিলেন বলে মনে হয় না) যেতে যেতে একটা স্লোগান দিয়ে যাই বাপ-ভাইদের জানিয়ে যাই নৌকা মার্কায় ভোট চাই নৌকা মার্কায় দিলে ভোট ব্যাংকে ব্যাংকেঘবে লুট।

মৃত মানুষ যদি জীবিত মানুষের কর্মকান্ড পড়তে ও দেখতে পারে তবে আমার আজকে ব্লগ পড়ে সবচেয়ে খুশি হবেন প্রধানমন্ত্রী ভ্রাতা মরহুম শেখ কামাল। সে জন্য এই ব্লগটা মরহুম শেখ কামালকে উৎসর্গ করলাম।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।