আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বকাপ টিকেট এবং জনতা... (মৌচাক আপডেট)



আমি একটু আগে আমাদের স্টেশন এর রিপোর্টে বেড়িয়েছিলাম, মালিবাগ মোড় (মৌচাক) যেতেই দেখা গেলো অসংখ্য মানুষের ভিড়, কেউ বসে আছে কেউ কিংবা শুয়ে... আবার দেখা গেল কেউ রাস্তায় ক্রিকেট খেলছে তো কেউ গাচ্ছে গান, আরও দেখা গেল কেউ খেলছে টাশ। এবার আসল খবরে আসছি... ঐখানের কিছু লোক এর সাথে কথা বলে জানা গেল, তারা গতকাল দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও টিকেট পাননি। অন্য কিছু লোক বলল, আজ সারাদিনে টিকেট দিয়েছে মাত্র ৪০ টি , একটি টিকেটের জন্য সময় নিয়েছে ২০-৩০ মিনিট, কিন্তু অপর দিকে দেখা যায় লাইনে দাঁড়িয়ে আছে কমপক্ষে ৩০০ মানুষ এরও বেশি। লাইনটি ঠিক এভাবেই শুরু হয়েছে মৌচাক মোড় হতে সিদ্ধেশ্বরী কালিমন্দির হইয়ে শান্তিনগর টুইনটাওয়ার এর সামনে পর্যন্ত। একটি ব্যাংকের শাখা থেকে ৪৮০ টি করে টিকেট দেয়ার কথা থাকলেও সারাদিনে ৪০টির মত টিকেট এর ভাউচার বিক্রি হলেও ব্যাংক কর্মকর্তারা বলছে তাদের কাছে কোন টিকেট নেই বললেন সেখানে টিকেট এর জন্য দাঁড়িয়ে থাকা এক তরুন ইমন। সে গত ১ তারিখ হতে মালিবাগ মোড়েই। সেখানে দাঁড়িয়ে থাকা কিছু জনতা বলেছে কালকে সকালের/দুপুরের মধ্যে টিকেট না দিলে ব্যাংকে ভাংচুর শুরু করবে। এবার বিসিবি কর্মকর্তাদের কাছে প্রশ্ন কোথায় গেল এত টিকেট?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.