আমাদের কথা খুঁজে নিন

   

রকমেল্ট কিনল ইয়াহু

মোবাইল ও সোশ্যাল নেটওয়ার্কিং ক্ষেত্রে নিজেদের অবস্থান শক্ত করার জন্য রকমেল্টকে কিনে নিয়েছে ইয়াহু। ইন্টারনেটে বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু সম্প্রতি সোশ্যাল ওয়েব ব্রাউজার প্রতিষ্ঠান রকমেল্টকে কিনে নেওয়ার ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, দক্ষ প্রযুক্তি ও প্রকৌশলীদের নিয়ে মোবাইল ও সোশ্যাল নেটওয়ার্কিং ক্ষেত্রে নিজেদের অবস্থান শক্ত করার জন্যই এ প্রতিষ্ঠানটি কিনেছে ইয়াহু। প্রতিষ্ঠানটি কেনার জন্য লেনদেনের পরিমাণ প্রকাশ না করলেও এ বিষয়ের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে, পাঁচ থেকে আট কোটি ডলার মূল্যে বিক্রি হয়েছে রকমেল্ট। ইয়াহুর মুখপাত্র জানান, রকমেল্টের বিভিন্ন সেবা ইয়াহু ৩০ দিনের মধ্যে বন্ধ করে দেবে। এরপর এর প্রযুক্তিগুলো ইয়াহুর মিডিয়া প্ল্যাটফর্মে নেওয়া হবে। এ হস্তান্তরের অংশ হিসেবে রকমেল্টের ৩২ কর্মীকে নেবে ইয়াহু। তাদের মধ্যে আছেন রকমেল্টের সিইও এরিখ ভিসরিয়া, যিনি ইয়াহুর মিডিয়া প্রোপার্টিজের ভাইস প্রেসিডেন্ট হবেন। এক বছর আগে ইয়াহুর সিইও পদে মারিসা মেয়ারের কাজ শুরুর পর থেকে এ পর্যন্ত ২১টি বড় ক্রয় সম্পন্ন করল প্রতিষ্ঠানটি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।