আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফির টুকিটাকি- ই'বুক

আমি তোমাকেই বলে দেব, কি যে একা দীর্ঘ রাত আমি হেটে গেছি বিরান পথে! আমি তোমাকেই বলে দেব, সেই ভুলে ভরা গল্প; কড়া নেড়ে গেছি ভুল দরজায়!

আমি ফটোগ্রাফির ‘ফ’-ও বুঝি না। তারপরো ফটোগ্রাফীতে রয়েছে আমার চরম আগ্রহ। এই আগ্রহের ফল হিসাবেই এই ই-বুকটি তৈরী করলাম। এখানে যে সমস্ত কথা লিখা রয়েছে, তার একটি শব্দ-ও আমার নিজের না। নেট আর ব্লগ ঘেটে ঘেটে সব তথ্য এক জায়গায় করেছি মাত্র।

তাই এই ই-বুকের কৃতিত্ব আমার প্রাপ্য নয়। যদি কারো কৃতিত্ব থাকে তা হল সামহোয়ার-ইন-ব্লগ এর আমার সহব্লগারগন। কয়েক জনের নাম না উল্লেখ করলেই নয় ফয়সাল আকরাম, জোবাইর, পারভেজ রবিন, কালপুরুষ, হাসান বিপুল ও জর্জিস। এই ই-বুকে সব চেয়ে বেশি কথা এসেছে সচলায়তন ব্লগের ব্লগার এস. এম. মাহবুব মুর্শেদ এর। আমি শুধু মাত্র নিজের আগ্রহের কারনে, সবগুলো লিখা এক জায়গায় করেছিলাম।

তারপর ভাবলাম আমার এই সামান্য কষ্ট যদি কারো কাজে আসে তবে বেশতো। এই তাড়না থেকেই ই-বুক টা প্রকাশ করতে যাচ্ছি। কাজটা ভাল হয়েছে না খারাপ এ ব্যাপারে কিছু জানি না। পড়ার পর আপনারাই বিবেচনা করবেন। তবে যে আইন সম্মত হয়নি; এ ব্যাপারে আমি শিওর।

কারন উপরে উল্লেখিত ব্লগারদের কারো অনুমতি নিই নি। তার জন্য আমি দু:খিত, প্লিজ আমার এই অপরাধটা ক্ষমা করে দিবেন। বই ডাউনলোডের জন্য এখানে ক্লিকান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.