আমাদের কথা খুঁজে নিন

   

ফটোগ্রাফির দ্বিতীয় পাঠ

আমার লেখায় আমি

প্রথমডা পরতারেন এই হানে: ফটোগ্রাফির প্রথম পাঠ আগের পোস্টে লিখসিলাম এক্সপোজার কি তা নিয়া। এক্সপোজার কন্ট্রোল করা হয় তিনটা জিনিষ দিয়া: অ্যাপারচার (Aperture), শাটার স্পিড (Shutter Speed) আর আই.এস.ও (ISO) । এই তিন বস্তু কি খায় না মাথায় দেয় ...এই ডা আজকা আমরা দেখমু। অ্যাপারচার (Aperture) অ্যাপারচার এর খাস বাংলা হইলো গিয়া ফুটা । ক্যামেরায় যে লেন্স থাকে সেইখানে প্রথমে থাকে কিছু কাচের জিনিষপাতি (Glass Elements) তার ঠিক পরেই থাকে অ্যাপারচার ।

অ্যাপারচার যতো বড় হইবো মানে ফুটা যতো বড়ো হইবো, ক্যামেরার ভিতরে ততো বেশি আলো ঢুকবো । আবার অ্যাপারচার ছুডু হইলে আলো ঢুকবো কম কম। তার মানে দাড়াইলো যে ক্যামেরার ভিতরে কি "পরিমান", আমি আবার বলতাসি "কি পরিমান" আলো ঢুকবো, সেইটা আমরা নিয়ন্ত্রন করতে পারি এই অ্যাপারচার দিয়া। মজার জিনিষ হইলো, অ্যাপারচারের ব্যাপারটায় একটু ঘিরিঙ্গি লাগায় দিসে এর স্রষ্ঠারা। ঘিরিঙ্গিটা হইলো, অ্যাপারচার বুঝানোর জন্য যে ভ্যালুটা দেওয়া থাকে, ওইটার সাথে ফুটার সাইজের সম্পর্ক পুরা উল্টা।

মানে অ্যাপারচার ভ্যালু যত বাড়বো, ফুটার সাইজ ততো ছোট হইবো আর অ্যাপারচার ভ্যালু যত কমবো, ফুটার সাইজ ততো বড় হইবো। এইডা শিখার পরের কয়দিন অনেক ধান্দা লাগতো মাথার ভিতর। ভ্যালু বেশি মানে ফুটা ছোট... না কি জানি...সব কেরম আউলায় যাইতো। কিন্তু পরে বুঝলাম আমি শুধু খিয়াল রাখুম আমার কি দরকার? অ্যাপারচার বড় না ছোট? .. এইটাই মেইন... ভ্যালুটা ওই অনুযায়ি বাড়ানি কমানি তো যাইবোই। অ্যাপারচার বাড়ায়া কমায়া ছবিতে অনেক তেলেসমাতি করন যায়।

যেইটারে কয় ডেপথ অফ ফিল্ড (Depth of Field)। কিন্তু আজকে ডি.ও.এফ ব্যাখ্যা করুম না, তাইলে যা শিখলেন তা পেস পুস লাইগা যাইতে পারে। আরেকদিন এই ভেপারে আলুচনা হইবেক । তয় আমাগো যীশূ ভাই এর কথাগুলান এই খানে খুবই কামে লাগবো। যীশূ ভাইবলেছেন: "একটা সহজ উদহারণ দেই।

ধরেন আপনারে একটা সুক্ষ জিনিস আকতে দেয়া হলো। আপনার সামনে মোটা তুলি আছে আবার চিকন তুলিও আছে। আপনে জিনিসটা আকার সময় কোন তুলিটা ব্যবহার করবেন। নিশ্চয়ই চিকনটা। কেননা মোটা টা দিয়া আঁকলে রংটা ছড়াইয়া যাবে, সুক্ষভাবে জিনিসটা আঁকা যাবে না।

তাই কোন ছবির শার্পনেসের জন্য ফুটাটা যত ছোট হবে, আলো তত তিক্ষ্ণ হবে আর ছবি তত সুক্ষ হবে। " অ্যাপারচার এর সুচক হইলো f . অনেক সময় f এর পরে একটা "/" ও দেয়া হয়। আরেকবার মনে করায় দেই f যতো কম, ফুটা ততো বড়। f এর ভ্যালু কি কি হইতে পারে তার একটা ছবি এইখানে দিলাম: দেহেন অ্যাপারচার চেঞ্জ হইলে কি চেঞ্জ টা আসলে হয়: আজকা তাইলে এই পর্যন্তই থাক। শাটার স্পিড আর আই.এস.ও শিখুমনে পরের পুস্টে।

আমার দুইখান ফটুক দিয়া দিলাম আপনাগো চোখ এর লাইগা (for your eyes only ) হেপ্পি ফটোগ্রাফি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.