আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের পাঠশালা.... না ! না ! সবার পাঠশালা....

এসো ভালোবাসা, একবার হলেও তুমি এসো...তারপর না হয় চলে যেও...কারন ওটাই অনেক সহজ...
আমাদের পাঠশালা..... না ....না....সবার পাঠশালা । আমার মনে হয়, আসলেই এইটা সবার পাঠশালা। কারন এখানে যে শুধু ছোটরাই শিখতে পারে .... তা না , এখানা আমাদের মত তরুণ বা অভিবাবক বা শিক্ষক বা দেশের নাগরিক সবাই এখান থেকে দেশপ্রেমটা যে কি জিনিস বা দেশের প্রতি যে কিছু কর্তব্য আমাদের আছে বা আমরা চাইলেই সহজেই সেইটা করতে পারি....... সমাজের প্রতি সেই জবাবটাই হচ্ছে "আমাদের পাঠশালা" । একটি ক্লাশে একটি ছেলে অংকে খারাপ করেছে দেখে, ক্লশের বাকিদের ভিতর যে তার আবেগী প্রভাব কতটুকু পরে তা এখনে না আসলে বুঝা যাবে না। আর একটি মেয়ে ২৪ ঘন্টার ১২ ঘন্টা কাজ করে তারপরও যে এখানে পড়তে চায় বা পড়ে,তাও না আসলে জানা হতো না।

এখানকার শিক্ষকদের কি পরিমান যে ধৈর্য্য আর চেষ্টা আর ছাএদের প্রতি বন্ধুত্ব্যপরায়ণ তা সকল শিক্ষকদের শিক্ষনীয়। আমি যতটুকু শুনলাম, এখানে আর্থিক দিক দিয়ে যারা গরীব তাদের সঠিক ভাবে সু-শিক্ষীত ভাবে গড়ে তোলার জন্য এ্য পাঠশালা। এটি চালনার জন্য, এখানে কোন এনজিও বা বিদেশী কোন সংস্হা হতে টাকা নেওয়া হয় না ,কারন আমরা দেশের মানুষরা এটি ইচ্ছা হলেই খুউব সহজেই এটির দায়িত্ব নিতে পারি,"আমাদের পাঠশালা"এটা তারই একটা উদাহরন। ওখানকার কিছু ভাইয়াদের মতে দেশের ১৮ কোটির মত মানুষের থেকে যদি মাএ ১০০০ জন ১০০ টাকা করে মাসে দেয় , তাহলে মাসে ১ লাখ তাকা ফান্ডে জমা হবে। আর তাতে কিছু শিশুর উপকার হবে, তথা দেশের উপকার হবে।

এখান থেকেই বুঝতে পারলাম আমারও ভাইয়াদের মত২টি হাত, পা , চোখ থাকলেও দেশপ্রেম,দেশের প্রতি দায়িত্ব সম্পর্কে আমি কতটাই পিছিয়ে... "আমাদের পাঠশালা " আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় দেশ প্রেম কি... কিন্তু আমার মনে হ্য় আমি বা আমরা প্রত্যক্ষ ভাবে না পারলেও পরক্ষ্য ভাবে, না না ভাবে সমাজের উপকারে আসতে পারি। " ২৫ তারিখ টা যে এতো ভাল ভাবে এভাবে কাটবে, তা আগে বুঝিনি। ব্লগে বেশ কিছু পোষ্ট দেখেছিলাম ২৫ তারিখ ফটোওয়াকে... মিরপুরে একটি ভিন্ন ধরনের বিদ্যালয়ে ব্লগাররা যাবেন। আমি আমার ভাইয়ের সাথে সকাল বেলায় যাই। গিয়ে দেখি ক্যামেরাম্যান ভাই আরো আগেই এসেছেন তার পর একে একে আসিফ মুভি পাগলা ভাই,আজমান আন্দালিব ,প্রন্জল,আইরিন আপু, রামুদা , কৌশিক ভাই , মনসুর ভাই , মাহী ভাই,বিদ্যাসাগর ভাই আসল।

(আরো অনেকের নাম মনে পরছেনা....) সবাই আসার পর ভালো একটা আড্ডা আর খাওয়া-দাওয়া হল । সব থেকে ভাল লাগে তারা সামনা সামনি সবাই এতো ভাল আর মিশুক যা ভাবার নয়... যা আমাকে পরবর্তী কোন আড্ডাতেও নিয়ে যেতে আগ্রহী করে রেখেছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।