আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়


১ রাখতে তোমায় চেয়েছিলাম খুব যতনে বাক্সে ভরে হীরের দুল আর মোতির মালার নিচের দিকে আড়াল করে পান্না গড়া হাতের বাজু আর এক জোড়া সোনার নুপুর সকল কিছুর ঢাকায় থাকুক অতল তোমার দৃষ্টি মুকুর । বলতে তোমায় এই কথাটাই তুমিও তো বললে হেসে '"তুমিই নাহয় থাকো আমার বুকপকেটে পাজর ঘেষে জামার উপর বাম পাশেতে ঠিক যেখানে হৃদয় থাকে থাকো তুমি সেই খানেতে প্রেম যমুনার নদীর বাঁকে। " যখন তোমার ইচ্ছে হবে বের করে তার একটুখানি দেখবে তখন আমায় চেয়ে একটু নাকি বাইরে আনি। আবার সেথায় দেবে রেখে ঠিক যেখানে হৃদয় থাকে খুব গোপনে যেথায় আমার ভালোবাসা চিত্র আঁকে। ২ রোজ তোমাকে সকাল বেলা তাকিয়ে দেখে চুড়ুইগুলো রাস্তা দিয়ে হাঁটো যখন দেখে পথের রঙিন ধুলো আশে পাশের দালানগুলো আরও তোমার অফিসবাড়ি রোজই তোমায় দেখছে তারা চক্ষু মেলে নজর কাড়ি।

দোকানপাটের দোকানী আর ফেরিওয়ালা পসারীরাও যখন তখন হেলাফেলায় আলগোছেতে দেখছে তারাও লম্বা চুল আর গিটার হাতের তোমার সকল বন্ধুরা আর কফিমাগের ধোঁয়াশ ওঠা ছোটচুলের বান্ধবীরা। সবাই তোমায় দেখছে তারা খুব কাছেতে কাছটি হতে আমিই শুধু পারছিনা তা, আছি অনেক দূরের পথে। ৩ মেঘ হয়ে তুই আমায় ছুবি রোদ হয়েও ছুবি বৃস্টি হয়ে বারান্দাতে ফুল ফুটিয়ে যাবি। উদাস দুপুর, ক্লান্ত বিকেল সবুজ ঘাসের পরে প্রজাপতির পাখায় ভেসে আসিস তখন উড়ে। জ্যোস্না জ্বলা শালপিয়ালের মহুয়া ঘ্রান রাতে হাতটি রাখিস চুপিসারে মেঘবতীর হাতে ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।