আমাদের কথা খুঁজে নিন

   

আমার ইচ্ছেগুলো

মুহাম্মাদ রিয়াজ উদ্দিন

এক দুই তিন ইচ্ছেরক্রমবিন্যাস ইচ্ছের কোনো শেষ নেই। ইচ্ছে পূরণতো আরও নতুন ইচ্ছে। এভাবেই হয়ত চলছেই। হয়ত একদিন মানুষের সব ইচ্ছেগুলো পূরণ হবে। বিশ্বাস করতে টাকা লাগেনা।

আর বাঙ্গালী বলে কথা। তারপর স্বপনের পাশে চলে ইচ্ছের চলাফেরা। মানুষের নাকি ইচেছ না হলেই চলেনা। আমিও সবার মত রক্তের মানুষ। কালো চুল গুলো পাকতে শুরু করবে করবে ভাব।

এখনোও অনেক ইচেছ অপূর্ণ থেকে যাচ্ছে। গ্রামের বাড়িতে গেলে অনেক ইচ্ছের নতুন জন্ম হয়। কারণ গ্রাম আমার প্রাণ আর শহর জেনো আমাকে মেরে ফেলছে। হয়ত অনেকেই এটা অবিশ্বাস করবেন। আমি যে শহরে থাকি।

সেটা বাংলাদেেশর লন্ডন। কী বুঝতে পেরেছেন। থাক শহরের দোষগুণ যা থাকুক । আমি এসেছি কাজের সন্ধানে। হয়ত এক কাজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।