আমাদের কথা খুঁজে নিন

   

দেশে আইনের শাসন নেই: টিআইবি চেয়ারম্যান

তোমাকে ভাবাবোই

দেশে আইনের শাসন নেই বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে 'বাংলাদেশে আইনের শাসনের বর্তমান অবস্থা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। সুশাসনের জন্য নাগরিক-সুজনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বৈঠকে সুজন সহসভাপতি হাফিজউদ্দিন খান বলেন, "দেশে আইনের শাসন নেই। বর্তমানে কাউকে ধরলেই রিমান্ডে নিয়ে যাওয়া হয়।

রিমান্ডের এ ছড়াছড়ি অনাকাক্সিক্ষত। " স্বাধীনতার ৪০ বছরেও বিচারক নিয়োগের পদ্ধতিতে স্বচ্ছতা না থাকায় হতাশা প্রকাশ করে দেশে অঘোষিত ফ্যাসিজম দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেন টিআইবিপ্রধান। আইন ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, "আইনের শাসন সংস্কৃতির ব্যাপার। এটা মানুষের অভ্যাসে পরিণত হতে হবে। সরকারকেই এজন্যে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে।

" প্রতিবাদী কণ্ঠকে বন্ধ করার সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে বলে বৈঠকে অভিযোগ করেন সুজন সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ। বাংলাদেশে আইনের শাসনের বর্তমান অবস্থা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও সালিশ কেন্দ্রের লিগ্যাল অ্যাডভোকেসি ইউনিটের উপ-পরিচালক আবু ওবায়দুর রহমান। প্রবন্ধ নিয়ে আলোচনায় অংশ নেন বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী, কলামিস্ট জনাব সৈয়দ আবুল মকসুদ, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, বিচারপতি কাজী এবাদুল হক, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৪৪ ঘ.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.