আমাদের কথা খুঁজে নিন

   

টিআইবি কর্মকর্তাদের কুমিল্লার মামলা খারিজ

কিন্ত যে সাধেনি কভু জন্মভূমি হীত স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত, জানাও সে নরাধম জানাও সত্বর অতীব ঘৃনীত সেই পাষন্ড বর্বর

কুমিল্লা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রধানসহ তিনজনের বিরুদ্ধে কুমিল্লায় করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। রোববার রাত ৮টার দিকে জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতের বেঞ্চ সহকারী টিপু মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০৪ ধারায় সময় মতো 'ওয়ারেন্ট প্রসেস' দাখিল না করায় মামলাটি খারিজ করা হয়েছে। " এর আগে বিচার বিভাগীয় জ্যেষ্ঠ হাকিম গাজী সাইদুর রহমান টিআইবি প্রধান এম হাফিজউদ্দিন খানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলায় নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলমকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয় আদালত।

বিচার বিভাগের দুর্নীতি নিয়ে টিআইবি জরিপকে কেন্দ্র করে মামলাটি করেন কুমিল্লার আইনজীবী মোহাম্মদ তৌহিদুর রহমান। মামলায় অভিযোগ করা হয়েছে, টিআইবির জরিপ প্রতিবেদনে বিচার বিভাগকে সেবাখাতের শীর্ষ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখানোয় বিচার বিভাগের মান মর্যাদা এবং সুনাম ক্ষুণœ হয়েছে। একজন আইনজীবী হিসেবে বাদির সম্মানহানি হয়েছে। মামলায় টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজ ছাড়াও নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও গবেষক ওয়াহিদ আলমকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

বাদি পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম টুটুল সাংবাদিকদের বলেন, "বিচার বিভাগের একজন কর্মী ও অংশ হওয়ায় টিআইবির প্রকাশিত রিপোর্টের কারণে বাদির পেশাগত সুনাম ক্ষুণœ হয়েছে। আদালতে এর প্রতিকার চেয়েছেন তিনি। আদালত মামলাটি গ্রহণ করে সব আসামির বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। " সেবা খাতের দুর্নীতির চিত্র তুলে ধরে গত ২৩ ডিসেম্বর খানা (পরিবার) জরিপের ফলাফল জানায় টিআইবি। এতে বলা হয়, সেবা খাতের মধ্যে বিচার বিভাগে দুর্নীতি বেশি হয়।

ঘুষ লেনদেন বেশি হয় উচ্চ আদালতে। ৬৪টি জেলার ৬ হাজার খানার ওপর গত বছরের জুন থেকে এ বছরের জুন পর্যন্ত এ জরিপ চালানো হয় বলে টিআইবি জানায়। জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, জরিপের ফলাফলের চেয়ে দেশে দুর্নীতির আসল চিত্র আরো প্রকট। তবে সরকারের বিভিন্ন মন্ত্রী টিআইবির এ জরিপের ফলাফল প্রত্যাখ্যান করেছেন। আইনমন্ত্রী শফিক আহমেদ শনিবার বলেন, টিআইবির প্রতিবেদন তথ্যভিত্তিক নয়।

এর সারবস্তুও নেই। টিআইবির প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও। তিনি অভিযোগ করেছেন, এর মাধ্যমে যুদ্ধাপরাধীর বিচার প্রক্রিয়া ব্যাহত করতে আদালতের ভাবমূর্তি ক্ষুণœ করার প্রয়াস চালানো হয়েছে। টিআইবির জরিপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতির চিত্র প্রত্যাখ্যান করে পুলিশ উল্টো জরিপকারীদের যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.