আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশা ত্ত নল্টালজি



শীত খুব ভালই মনে হয় পড়েছে। খুব বেশি না হলে মুটামোটি। সকলে ঘুম থেমে উঠে বারান্দায় গিয়ে দেখলাম কুয়াশা ভরা সকাল। বাহিরে কুয়াশ পড়েছে। আমি যেন নল্টালজি হয়ে গেলাম।

কুয়ার মধ্যে কত সকালে আমি বের হতাম দুই বছর আগে। সকাল ৬.৩০ এই বের হতাম। ২০০৮ সালে অণেক শীত পড়েছিলা। ডিসেম্বর মাসে সকালে এমন কুয়াশা পড়ত যেন এক হাত দূরে কিছু দেখা না যায়। কুয়াশা আর কুয়াশা ।

এই কুয়ার মধ্যে ত্ত আমি ত্তকে অংক বুঝাতে যেতাম। । অংক ত্ত কিছুই বুঝত না। একটা অধ্যায় ত্তকে বুঝাতে দুই থেকে তিন ঘন্ট লাগত। তবুত্ত ভাল লাগত।

এই কুয়াশা মধ্যে দিয়ে যখন ত্তর বাসায় যেতাম । ত্ত ঘুম ঘুম চোখনিয়ে দড়জা খুলত । দেখতে খুব ভাল লাগত। ঘুম থেকে উঠলে মানুষের মুখে কেমন যেন একটা পবিএ ভাব চলে আসে। সেদিনটার কথা এখনো ভুলতে পারব না।

এত কুয়াশা এবং শীতের মধ্যে আমি যখন ত্তর দড়জার নক করলাম । দেখলাম ত্তর একটা সাদা জামা পড়ে ঘুম ঘুম চোখে দড়জা খুলে আমাকে দেখে একটা হাসি দিল। হাসির ভাব এত সকালে আমি কেন করে আসলাম। সেই হাসিটা আমি আজত্ত মনে করি। আজ বারান্দায় গিয়ে কুয়াশা দেখে আমার সেই হাসিটা মনে পড়ে গেল।

ত্তকে অংক করিয়ে আমি আর ত্তর একসাথে কোচিং এ যেতাম। হা রে ....সেই দিন গুলো.......আমি মনে করতে চাই না সেই সব দিন গুলো। কিন্তু প্রকৃতি আমাকে মনে করিয়ে দেয়। তবুত্ত ভুলে থাকি। সত্যি কথা বলতে কি এখন ত্তর প্রতি আমার কোন আবেগ কিংবা ফিল্লিংস নেই।

আগের মত ত্তর জন্য একটুত্ত মায়া নেই। মাঝে মাঝে এখনো ত্তর সাথে কথা হয় । হয়ত এক বছর পর। দুই - তিন মাস পর। এখন যেন সবাই খুব ফরমাল হয়ে গেছি।

কেমন আছি ?? সবাই কেমন আছে ?? এই সব জানতে চাত্তয়া হয়। আগে মত বলা হয় না তোমাকে দেখতে আজ অনেক সুন্দর লাগছে। বলা হয় না আজ কি বৃষ্টিতে ভিজেস। বলা হয় না একটা গান শুনাত্ত না। আজ এই কথা গুলো মনে হত্তয়া অণেক ভুল হয়েছে আমি তো এই সব ভুলতে চাই।

ভুলেত্ত গেছি। তবুত্ত মাঝে মাঝে মনে পড়ে। বারান্দাথেকে চলে আসি। তা না হলে এই কুয়াশা জন্য নানা কথা মনে পড়বে আমার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।