আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশা

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম

অন্ধ আলোর বুকে নিঃশব্দ কুহুকের কান্না শুন্যতার মায়া আর অপূর্ণতার ভালোবাসা মিশে থাকে অনন্ত আপন হয়ে, কুয়াশার সকালের মতো এক অচেনা জীবন ঘিরে থাকে চারপাশ ছায়া ছায়া অন্ধকারে, অভিমানে সজল হয়ে উঠা চোখ আলেয়ার আলোর পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে অন্ধকারের পানে চেয়ে থাকে হয়তো ভাবে ,,এই অন্ধকারের মুক্তি কোথায় , পথের ওপারে মিশে আছে হয়তো বিন্দু বিন্দু আলো তবু ধোঁয়া ধোঁয়া এ পথ ক্ষনে ক্ষনে ডুবে যেতে চায় অন্ধকারে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।