আমাদের কথা খুঁজে নিন

   

"দিনের শেষে" (কবিতা লিখেছি না অন্য কিছু লিখেছি জানিনা,,,)

গান শুনতে ভাল লাগে,,,,মুভি দেখতে ভাল লাগে,,,,বই পড়তে ভাল লাগে,,,,সবাইকে ভালবাসি,,,,নিজেকেও ভালোবাসি,,,

*বানান খুব বেশি করেই ভুল হয়, বানান ভুল হয় এই ভয়ে কিছুই লেখা হয়না,,,ভুল বানানে লিখা কবিতা (!) পড়তে সবার অসুবিধা হবে,,,ক্ষমা চেয়ে নিচ্ছি ------------------------------------------------------------------------ +++++++ দিনের শেষে+++++++ বেলা শেষে দিনমণি, লাল টিপ হয়ে রয় গোধূলির আকাশে। রক্তজবার ন্যায় আলোকিত করে সবুজকে, শেষ বারের মত আলোর আলিঙ্গন বাতাসে। ভ্রমরের গুঞ্জরণে মুখরিত ছিল আজকের দুপুর তথাপি কিছু ফুল কুমারী রয়ে গেল। লোমশ বেড়ালের উপদ্রব ক্রমশ বাড়ছে, দেবদারুর ছায়ায় চাঁদ মায়া হয়ে এলো। প্রকৃতির নগ্নতা ঢাকতে আঁধার ব্যস্ত, আলো বিহীন এ ভুবন যেন লজ্জাবতী নারী।

নাক কাটা দানবের গল্প শোনা এক শিশুর, ভয় ধীরে যাচ্ছে মহাকাশ ছাড়ি। আজও কি কাঁদবে অবুঝ বৃদ্ধা প্রদীপ নিভিয়ে? গোপন ব্যাথায় গুমরে মরবে কি কোন বালিকা? জ্বলবে কি সেই বাতিঘরে প্রদ্বীপ একাকী? আলোকিত হবে কি চেনা নদীর অববাহিকা? কলঙ্ক নিয়ে উঠবে চাঁদ নীলের বুকে, মায়াময় হবে এই পূর্ণিমা তিথির রাত। বাশঁ বাগানে বাজবে হাওয়ায় বাঁশি, সুন্দর রজনী জানি ঐ সূর্যেরই প্রসাদ। দিনের শেষে,যখন জোনাকির হাট বসে, যখন হাসনাহেনা বাতাসে আতর ছিটায়। এক নদী সুখ,হয়তোবা এক নদী দু্‌্‌খ চুপিচুপি, ঘুমের দেশে নিভৃতে রঙের হুল ফুটায়।

১৫-১০-২০০৭ ইং *বানান খুব বেশি করেই ভুল হয়, বানান ভুল হয় এই ভয়ে কিছুই লেখা হয়না,,,ভুল বানানে লিখা কবিতা (!) পড়তে সবার অসুবিধা হবে,,,ক্ষমা চেয়ে নিচ্ছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।