আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিনের শপথ

I am trying to write

বিজয়ের দিনে আমরা সকলে এই শপথ যেন নেই দেশের তরে মোদের জীবন বিলিয়ে দেব নিশ্চয় লক্ষ শহিদের বিনিময়ে মোরা পেয়েছি যে স্বাধিনতা কোনো ভাবে মোরা দেবো না হতে বিসর্জন সে অর্জন আজ মিলিয়ে দেখার এসেছে সময় কি ছিল মোদের লক্ষ পেরেছি কি দিতে তার কোনো কিছু ? হয়েছে কি পুরন কোনো কিছু তার ? যে আশায় মোরা বেধে ছিলাম বুক করেছিলাম স্বাধিনতার যুদ্ধ আজ চারিদিকে সেই শোষন, তোষণ অবিচারে ভরা সমাজ জীবন বঞ্চনায় ভারা মানব জীবন চারিদিকে শুধু হাহাকার ওঠে কি হবার ছিলো, হলো কান এমন ? ছিলো যে সপ্ন ভেঙ্গে আজ ফিকে হয়ে গেছে ছিলো যত স্বাধ ভেঙ্গে গেছে একতা, টুটে গেছে বল চারিদিকে শুধু অমানিশা আধার পারবে কি এ জাতি উঠতে আবার মাথা উচু করে জগতের মাঝে ? বায়ান্নর সেই ভাষা আন্দোলন, ৬৯ এর গনজাগোরণ, ৭১ এর স্বাধিনতা যুদ্ধে একই সপ্ন ছিলো সব বাংগালির একই আশাতে বুক বেধে তারা নেমেছিলো সংগ্রামে, ভেঙ্গেছিল বাধা তারি ফলে সেদিন এসেছিলো মুক্তি উন্মেস ঘটেছিলো বাংগালি জাতির আজ কেন তবে এত মতভেধ এত ভেদাভেদ বাংগালির মাঝে হিনো সার্থের ঘুর্ণ পাকে আজ দেশের স্বার্থ কেন ভুলন্ঠিত দেশ যদি হয় মোদের লক্ষ তাহলে কেন পারবো না মোরা একত্রিত হতে ৭১-এর মত আজ সংগ্রাম নয় স্বাধিনতার তরে দেশ বচাবার সংগ্রাম আজ এখনই সময় সপ্ন দেখার একই আশায় বুক বাধবার একই কাতারে কাধ মিলিয়ে দেশের তরে কাজ করবার তাহলেই আসবে সেই সুদিন যার তরে মোরা চির উন্মুখ প্রতিষ্ঠিত হবে চির সমৃদ্ধ বাংগালি আর বাংগালি জাতির।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.