আমাদের কথা খুঁজে নিন

   

কথোপকথন

সময় যাদের বিস্তর তাদেরই পাঙ্ক্‌চুয়াল হওয়া শোভা পায়। দেবতার হাতে সময় অসীম তাই ঠিক সময়টিতে সূর্য ওঠে, ঠিক সময়ে অস্ত যায়। আমাদের মেয়াদ অল্প, পাঙ্ক্‌চুয়াল হতে গিয়ে সময় নষ্ট করা আমাদের পক্ষে অমিতব্যয়িতা...

জিজ্ঞেস করলাম, ভুলে কভু তো যাবে না আমায়? বললে, এমন ভালবাসা কখনও কি ভোলা যায়? - যদি হঠাৎ হারিয়ে যাই কোন আধাঁর অজানায়? - স্রস্টার আসন সরিয়ে হলেও খুজব তোমায়- কাঁদাবে তোমায় একদিন তোমার এত আশা; ভালোবাসা, - তোমায় ঘিরেই তো আমার সব আবদ্ধ কান্না, মুক্ত হয়ে হাসা। - কেন এই নশ্বর জীবের প্রতি এত বিশ্বাস তোমার? - এ আমার শুধু বিশ্বাস নয়; প্রার্থনা, অহংকার। - এত অহংকার হয়তো সইবে না ধর্মবিধাতা - আমার ভালবাসার আলোকচ্ছটায় ম্লান হয়ে যাবে তার বিশালতা। - হয়তো স্রস্টার হিংসা-রোষে আলোকচ্ছটাই হয়ে যাবে ম্লান। - তখনো অম্লান ভালবাসায় জড়িয়ে রাখব তোমায় করে আধার গহিনে স্নান। - তবুও হৃদয় হারাবে একদিন কালের অতল স্রোতে হয়ত অমলিন কোন প্রাতে, - তোমায় কোথায় লুকাবে মহাকাল তুমিতো প্রোথিত আমার চেতন-অচেতন সত্ত্বাতে। - ভয় হয়, ক্ষমতাময় সেই স্রস্টা যদি লুকিয়ে ফেলে তোমায়? - জানি, স্রস্টার দর্প সমস্ত চুর্ন করে তুমিও খুঁজে আনবে আমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।