আমাদের কথা খুঁজে নিন

   

কথোপকথন

“শোনেন, আমার কথা কেউ বিশ্বাস করবেন না, কঠিন কঠিন সব মিথ্যা বলতে আমি অভ্যস্ত”।

ওপেন রিলেশনে বিশ্বাসী তিনজন ভাজা নারী পরস্পরের সাথে দুঃখ নিয়ে কথা বলছিল। প্রথমজন- দুঃখ আমাদের তিনজনকে একত্রিত করেছে। কথাটা এভাবে বলা যায়, আমাদের তিনজনের দুঃখই এক, তাই আমারা একত্রিত হয়েছি। -বলল দ্বিতীয় জন।

তৃ্তীয় জন- আমার মনে হয় তোমরা বিষয়টি ভুলভাবে দেখছ। আমাদের চিন্তাই আমাদের একত্রিত করেছে। আসলে দুঃখ জিনিসটাই কি? নির্ভরতা এবং বাস্তবতার ব্যবধান-প্রথমজন বলল। তা ঠিক কিন্তু এই ব্যবধান কতটা কমিয়ে আনলে দুঃখের মাত্রা হাল্কা হবে- দ্বিতীয় জন বলল। প্রথমজন- আমাদের দু্র্বলতাই দুঃখ যা নিজের সাথে প্রতারণার উত্ত সাহ দেয়।

অত্যন্ত চরম মুহুর্তে আমরা লজ্জিত হই, নিজেকে আবিষ্কার করে। আসলে দুঃখের মাত্রা কমিয়ে আনার কোন পথ নেই। দ্বিতীয় জন- তা কি করে হয়, তাহলে আমরা বেঁচে আছি কেন? একটা জীবন, জ়ীবন ছাড়া আর কিছু নয়। হয়ত বেঁচে থাকাই আমাদের নিয়তি। বলতে পার নিজেদের কাছে পরাজিত হয়ে আমরা লঘু দন্ডে দন্ডিত এবং মৃত......।

দ্বিতীয় জন- কিন্তু মৃত্যু আমাদের দেহকে আসাড় করেনি। সন্তান উত্ত পাদনের বৈধ কিংবা অবৈধ কোন ক্ষমতা আমাদের নেই আমরা শুদ্ধ হতে পারিনা-- বলল প্রথমজন। তৃ্তীয়জন- এসো আমরা ছলনা হই, অশুদ্ধ হই, অমঙ্গল হয়ে গলা অব্দি ডুবিয়ে বেঁচে থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।