আমাদের কথা খুঁজে নিন

   

কথোপকথন

...

মেঘলা: তুমি কেমণ আছো ? র্বযণ : ত্রই তো ভালো ! মেঘলা: কতোদিন পর দেখা হলো বলো তো? র্বযণ : মনে করতো পারছি না। সে অনেক দিন হবে...! মেঘলা: তুমি তো আমায় ভুলে ই গেছো !!! র্বযণ: তোমায় আমি তো ভুলে যায়নি, মনের গভীরের মাণুযটা তোমায় ভুলো যায়নি ! সে তোৃ মেঘলা : তুমিতো হঠাৎ করে কোথায় চলে গেছো, কিছু না বলে !!! র্বযণ: ভেবেছি তোমার কথা..ভেবেছি তোমার সুখের কথা ... আমার মতো ভবঘুরে ছেলের জীবনের সাথে তুমিতো জড়ালে তোমার জীবনটা অর্থহীন হয়ে যেতো... আমার ভালোবাসার প্রজাপতিটা দু:খগুলো আমি দেথতো পারতাম না ... তাই হঠাৎ করো চলে যাওয়া... ভালোবেসে ভালবাসার মুাণযট.কে কষ্ট দিতে চায় নি. .. মেঘলা:তুমি কি ভেবেছ আমি খুব সুখে আছি.. যথন ভালোবেসেছ, তখন কেন ভাবোনি সে কথা.. কেন তার আগে বুঝোনি..কারো মনে অনুভব তৈরি করার আগে ভাবেনি সে কথা.. আমিতো ভালোবাসতে চাইনি.. তুমিতো আমাকে বাধ্য করেছো সে কথা কি তোমার মনে আছে.. খুবতো বলতো ভালোবাসার কবিতা। রাতের পর রাত জেগে থাকতে. অনেক সময় খুব কান্না করতে...মনে আছো তোমার... র্বযণ : মনে আছো..তো..আমি তোমায় নিবিরভাবে আদর করতে চাইতাম সময় অসময়ে তোমার কাছে ছুটে আসতাম! গভীর ভালোবাসায় জড়িয়ে ধরতাম , তুমিতো পাগল ছিলে,,কত কি করতে ...পাগলামির শেয ছিলো না...তোমার... র্বযণ : সেই সময় ভালোবাসাটা খুব প্রয়োজন ছিলো,ত্রকটা আশ্রয় দরকার ছিল...তোমার কি মনে আছো, ত্রকদিন জোছনা রাতে আমি আর তুমি ট্টেনের জানালার পাশে বসে ছিলাম.. যতটা সময় আমি তোমার পাশে ছিলাম তোমার হাতটা ধরে বসে ছিলাম...আর কিছুক্ষন পরপর অুশ্র“ গড়িয়ে পডছিলো.. দুজন চুপ করে ছিলাম... অন্যরকম অুনভব ছিলো সেইদিন.. মেঘলা : মনে থাকবে না ..সত্যিই তোমায় অনেক ভালোবাসতাম.. ত্রথনো জমে আছো ভালোবাসার অুনুভূতি..ভেতরের মুাণযটার মধ্যে। আমার বাইরের মুাণয়টা অনেক বদলে গেছে...হয়ত.. মেঘলা: ত্রখন কি ভালোবাসার প্রয়োজন নেই .. সেটা কি সময় কাটানো ছিল.. তুমি কি আমার দেহ কে ভালোবেসেছিলে.. সেই মূহুতগুলো কি শুধু অভিনয় ছিলো..মোহে.. তোমাকে আজ বলতেই হবে !!! র্বযণ : প্রতিটি সময়ের ত্রকটা ভাযা থাকে..প্রতিটি সময়ের ভালোবাসার ত্রকটা অুনভব থাকে... চাওয়া থাকে...ত্রকটা স্পর্শ ত্রর অুনুভুতি থাকে থাকে না বলা কিছু কথা...থাকে না বলা গল্প ...না বলা কিছু ...সত্যিই আমি তোমায় আজো...বড্ড বেশি ভালোবাসি...হয়ত তুমি ভাবছ আমি তোমার সাথে ছলনা করছি..কিুছ কষ্ট আছে তোমায় হয়ত বলতে পারি নি, হয়ত পারবও না ! মেঘলা : তুমি তো বাউন্ডুলে..কখনো কি তুমি নিজেই নিজের কথা ভেবেছিলে বলো...আমার কথা কি ভাববে বলো. চলবে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।