আমাদের কথা খুঁজে নিন

   

দেশে এসব কি শুরু হইল?

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

দেশের যে পরিস্তিতি তাতে এরকম একটা পোস্ট দেয়া খুব জরুরি মনে করলাম। পেয়াজ় এর কেজি এখন ৮০ - ৯০ টাকা। কি আজব!!! বাজ়ারে যে পরিমাণ আগুন জ্বলছে তাতে আর কিছুদিন পর এর দাম হয়ত হবে ১০০ টাকার উপরে। তেল এর দাম আকাশ ছোয়া। এভাবে কি চলতে পারে?? আর এদিকে একটার পর একটা গার্মেন্টস এ আগুন জ্বলছে।

এরকম তো শুনি নাই কখন ও যে কিছুদিন পর পর আগুন আর বিদ্রোহ ঘোষনা করা হচ্ছে গার্মেন্টস এ গার্মেন্টস এ!!! হঠাৎ করে এর এত প্রকোপ বেড়ে গেল কেন?? কেন এরকম হচ্ছে সেটা কি সরকার এর পক্ষ্য থেকে কারো মাথা ব্যাথা নেই?? এই একটা শিল্প এই কিছুটা মাথা উচু করে দাঁড়িয়েছিল। বিদেশ এ বাংলাদেশ এর একটা সুনামও তৈরি হচ্ছিল। কিন্তু এরকম চলতে থাকলে আমরা হাড়াবো আমাদের এই চরম সম্ভাবনাময় শিল্পকে। গার্মেন্টস শিল্প কে ধ্বংশ এর দিকে নিয়ে যাওয়ার যে পায়তারা এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। ভবিষ্যতে হয়ত এটাই দেখতে হবে যে বাংলাদেশের যত গার্মেন্টস আছে তার অধিকাংশই দখল করে আছে বিদেশীরা।

তখন আমাদের বলে কিছু হয়ত থাকবে না। সেটাই কি হতে যাচ্ছে ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.