আমাদের কথা খুঁজে নিন

   

কথার একটা ওয়েট আছে। তা কি জানেন?



সব বস্তুর ওয়েট আছে। কথার ও ওয়েট আছে তবে এই ওয়েট পদার্থ বিজ্ঞানের সংজ্ঞায়িত ওয়েট না। মানুষের মান-মর্যাদা, শিক্ষা-দীক্ষা বাড়ার সাথে সাথে এই ওয়েট বাড়তে থাকে। অনেক বড় জ্ঞানী ব্যাক্তির কথার দাম তখন হয়ে যায় অনেক। তবে সেই সব জ্ঞানী ব্যাক্তি যদি কখনও হাল্কা বা ওয়েটলেস কথা বলেন তাহলে তা অবশ্যই তার মান-মর্যাদার উপর প্রভাব ফেলে ।

তার কথা তাকে অনেক নিচে নামিয়ে দিতে পারে। তাই আমাদের নেতা নেত্রীদের কথা বলার সময় নিজেদের মান মর্যাদা সম্পর্কে জ্ঞান থাকা দরকার। সে যত বড় নেতাই হোন না কেন। তা না হলে তার গ্রহনযোগ্যতা কমে যাবে। তাই নিজেদের গুঙ্গান গাইতে বা বিশেষ করে বিরোধীদের গালাগালের সময় সংযত হওয়া উচিত ও নিজের মান-মর্যাদা বজায় রেখে কথা বলা উচিৎ।

যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী , স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীঃ এনারা মনে হয় মাঝে মাঝেই নিজের ওয়েট হারাবার মত কথা বলেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।