আমাদের কথা খুঁজে নিন

   

সব কথার জবাব হয় না, সব কথার জবাব দিতে হয় না

বাস্তবতা ফেরী করে বেড়াচ্ছে আমার সহজ শর্তের সময়গুলোকে

শুরুতেই বলে নেই হয়তো শিরোনামের সাথে কেউ কেউ মুল লেখার মিল নাও খুঁজে পেতে পারেন। গতো কয়েকদিন ধরেই কথাটা মাথায় ঘুরছিলো বলেই শিরোনাম করে দিলাম লাইনটাকে। গত রাত থেকে ব্লগের পোস্ট এবং কমেন্টগুলো দেখছি। বেশ তর্ক বিতর্কও দেখেছি। বলতে চাইলে অনেক কিছুই বলতে পারি।

তবে কার্যকরণ হলো একটা বিষয়ের বাইরে থেকে অনেকভাবে অনেক কথাই বলা সম্ভব। তবে সেই বিষয়টাতে অংশগ্রহণ করে ফেললে কথা বলার মাত্রা কমে যায়। অনেক কথা বলতে পারলেও খুব বেশি কিছু বলার ইচ্ছা নাই। আমি খুবই বিব্রত এবং একই সাথে নিজের ওপর চরমভাবে বিরক্ত। কারো চেতনার বাইরের এবং ভিতরের দিক নিয়ে আমি কথা বলতে চাই না।

আমি ভিতরে এবং বাইরে কোন চেতনা ধারণ করি সেইটা নিয়ে আমার আত্ববিশ্বাস আছে। আমি ডাবলস্ট্যান্ডার্ড মাইন্ডের কিনা তাও বলতে চাইনা। আমি জানি সময়ই সব পরিস্কার করে দিবে। আমি সেই দিনগুলোর জন্য অপেক্ষা করছি যেদিন রিয়্যাল লাইফে আমার চেতনার সম্পুরক বড় ধরনের কাজটা করতে পারবো। এই স্বপ্ন নিয়ে অনেকদিন থেকেই অপেক্ষা করছি।

যে বিষয়টি বলতে চাই- আমার কাজ কিংবা আচরণ আমার প্রিয় কিছু মানুষের কষ্টের কারণ হয়ে দাড়িয়েছে। বিষয়টা এমনই যে সেই প্রিয় মানুষেরা আমার সাথে দেখা করার ইচ্ছাই হারিয়ে ফেলেছে। আমি আমার প্রিয় মানুষগুলোর অনুভুতিকে শ্রদ্ধা করতে চাই। সেই শ্রদ্ধা জানিয়েই আমার কাজ/আচরণের জন্য দু:খপ্রকাশ করছি। বিনীতভাবে জানাচ্ছি, বিষয়টি নিয়ে এতো বেশি ভাবতে হয়েছে আমাকে গত রাত থেকে আমি নতুন করে আর একে দীর্ঘায়িত করতে চাই না।

সামনের কোন আড্ডায় যাবো কিনা সিউর না, তবে গেলে অনেক বেশি সতর্ক হয়ে হ্যাঁ বাচক জবাবটা বাছাই করতে হবে। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি খুব বেশি প্রয়োজন না হলে আমি হয়তো কমেন্টের জবাব দিবো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।