আমাদের কথা খুঁজে নিন

   

কথার কথা - ২

সকালে ঘুম ভাঙলো ভূমিকম্পের দোলায়৷ ভুল হলো৷ তখন সদ্য ঘুমটা ভেঙেছে৷ বাইরে তীব্র ঠাণ্ডা৷ এই ঠাণ্ডায় কম্বলের উষ্ণতা ছেড়ে বের হয় কোন পাগল? আবার কম্বলের ভিতরে গুটিসুটি ঢুকতে গিয়ে মনে হলো, বিছানাটা নৌকার মতো দুলে উঠলো৷ ভূমিকম্প হলো নাকি? ভাবতে ভাবতেই আবার দুলুনি৷ বিছানা ছেড়ে দৌড় দিবো নাকি? কিন্তু আর কোনো দুলুনি টের পেলাম না৷ মনে হলো মনের ভুল৷ অনেকদিন ধরেই আমাকে ভূমিকম্পাতঙ্কে পেয়েছে৷ কোনো কিছুতে বিছানা একটু নড়ে উঠলেই ভূমিকম্প বলে চিৎকার দিয়ে লাফিয়ে উঠি৷ পরে দেখি সেটা মিস ফায়ার৷ এটাও বোধহয় মিস ফায়ারই হবে৷ পরে খবর পেলাম আসলেই ভূমিকম্প হয়েছে৷ আহা, একটা উৎসব মিস হয়ে গেলে৷ নিরাপদে মোটামুটি একটা ভূমিকম্প হয়ে গেলে চারদিকে একটা উৎসব উৎসব ভাব হবে, সে উপলক্ষে ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া হবে, এ হলো অলিখিত নিয়ম৷ অসময়ে প্রায় অলক্ষে ভূমিকম্প হয়ে উৎসবটাই মিস হয়ে গেলো! শীতটা এমনিতেই উৎসবের ঋতু৷ মনের মধ্যে খালি ফূর্তি ফূর্তি ভাব৷ মনটা খালি হা উৎসব হা উৎসব করে যায়৷ এত উৎসব কই পাওয়া যায়? এই শীতে শীতবস্ত্র বিতরণ করাটাও ভালো উৎসব৷ এতে শুধু উৎসবই হয় না, মনের মধ্যে মহৎ অনুভূতিও জেগে ওঠে৷ নিজেকে মহা মানব পর্যায়ের মনে হয়৷ চাই কি, পত্রিকায় ছবি টবিও চলে আসতে পারে৷ আর পত্রিকায় ছবি না আসলেই কি৷ এখন ইন্টারনেটের কল্যানে নিজের শীতবস্ত্র বিতরণের মহৎ ছবিটা সহজেই ছড়িয়ে দেয়া যায়৷ এরকম মহৎ ছবিতে ফেসবুক নামক জায়গাটা ইতিমধ্যে ভরে উঠেছে৷ এ এক দারুণ ব্যাপার৷ এক ঠিলে চমৎকার দুই পাখি! উৎসবও হলো, আবার মহত্বও অর্জন করে নেয়া গেলো৷ ১২-১২-১২ তারিখে আসলে কি ছিলো? অনেকে প্রশ্ন করছিলো কেন তারিখটা নিয়ে এত হাউকাউ৷ কিছু ছিলো না৷ ছিলো এক উৎসবের ছুতো৷ আমরা উৎসব করতে চাই৷ আর উৎসবের জন্য কিছু না হোক অন্তত একটা ছুতো তো চাই? আহা, উৎসবই জীবন৷ পাদটীকাঃ গ্যাসের চুলায় এখন যা গ্যাস আসে তাতে আগুন জ্বলে টিমটিম করে৷ তাতে রান্না হয় কি হয় না৷ সন্ধ্যায় বাসায় ফিরে দেখি তেলেসমাতি৷ মৈত্রি কোথা থেকে বুদ্ধি পেয়েছে, টিমটিমে আগুনে কাঠি ঢুকিয়ে আগুনটাকে উসকে দিয়েছে৷ এখন আগুন জ্বলছে দাউ দাউ করে৷ চমৎকার!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।