আমাদের কথা খুঁজে নিন

   

আমার বিশ্ববিদ্যালয় জীবনের ছোট একটা কথা



"বিশ্ববিদ্যালয় জীবনের সময়টা তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। এই সময় শুধু মাত্র বইমুখী হলে চলবেনা, তোমাদের অনেক দায়িত্ব, চারপাশটা দেখ, শিখ, বই এর বাইরেও আরেকটা পৃথিবী আছে, তার জন্য ও তোমাদের অনেক দায়িত্ব আছে। নিতান্তই কিছু করতে না পারলেও অন্তত দেখ। এটা তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময়, এটাকে নস্ট হতে দিওনা। " এটা হলো ডঃ মুহম্মদ জাফর ইকবাল-এর কথা।

গল্পচ্ছলে বলছিল শামসীর। আমার অন্যতম পছন্দের একজন ব্লগার। ওর কন্ঠ ভারী হয়ে এলো। বলল আপু, আসলে কথাগুলো অসম্ভব মূল্যবান। আর বিশ্ববিদ্যালয় জীবনের এক্কেবারে শুরুতে শোনাতো।

মাথায় ঢুকে শেকর গজিয়ে গেছে। শামসীরের মুখে কথাগুলো শুনে হোঁচট খেলাম, চমকে উঠলাম। আমিতো বইয়ের পাতায় মুখ গুঁজে রাখিনি। বিশ্ববিদ্যালয় জীবনে আমি বই পড়াকে গৌণ রেখে আমার চারপাশের জীবন নিয়েই ব্যস্ত ছিলাম ! বাইরের জীবনটাকে দেখেছি প্রানখুলে। যাক, বাবা! তাহলে ভুল আমি করিনি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.