আমাদের কথা খুঁজে নিন

   

শাবিপ্রবি'তে মোটরসাইকেল গ্রেপ্তার!!!

i am a simple man.

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল গ্রেপ্তার হয়েছে!! ঘটনা সত্যি! আশ্চর্য হওয়ার কিছুই নেই। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ‘প্রজন্ম’৭১’ নামের একটি গ্রুপ ১৪টি মোটর সাইকেলসহ নেতা-কর্মীদের নিয়ে শক্তি প্রর্দশনের মহড়া (শোডাউন) দিচ্ছিল। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের ‘ই’ এর সামনে থেকে ওই গ্র“পের মহড়া শুরু হয়। পরে তারা বিশ্ববিদ্যালয় লাইব্রেরী ভবনের সামনে আসলে তাদের গতিরোধ করে প্রক্টরীয়াল বডি। এসময় প্রক্টরীয়াল বডি’র সদস্যরা সবার কাছ থেকে মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং মোটরসাইকেল গুলো আটক করে। তখন ‘সুদীপ চৌধুরী’ নামের এক বহিরাগতকে আটক করা হলেও তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পরে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ছাত্রলীগের ওই গ্র“পের ১৪ টি মোটরসাইকেল সন্ধ্যায় পুলিশের হাতে সোপর্দ করা হয়। সিলেট কোতয়ালী থানার ওসি খন্দকার নওরোজ আহমেদের নেতৃত্ত্বে রণসাজে সজ্জিত হয়ে আসা বিশাল পুলিশ বাহিনী ১৪টি মোটরসাইকেল টেনে হিচড়ে ভ্যানে উঠায়। যখন পুলিশ বাহিনীর সদস্যরা মোটরসাইকেল গুলো টেনে পুলিশের ভ্যানে উঠাচ্ছিলেন তখন দৃশ্যটা যে দেখেছেন সেই বলতে পারবেন! পুলিশের এক ভ্যানে জায়গা সংকুলান না হওয়ায় আরো একটি ভ্যানে নিয়ে আসা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.