আমাদের কথা খুঁজে নিন

   

শাবিপ্রবিতে ভর্তি ও আমার অভিজ্ঞতা-১



আর কিছু দিন পরেই শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। গত কিছু মাস ধরেই শাবিপ্রবি কোনো বাজে খবরের জন্য পেপার গুলোতে নিউজ হয় নাই এটা আমাদের জন্য খুবই ভাল খবর,যেখানে অন্যান্য অনেক ভার্সিটি নানা বাজে কারণে পেপার গুলোতে হেডলাইন হয়েছে। এছাড়া শাবিপ্রবি-র আবিষ্কার করা মো্বাইলে ভর্তি সিস্টেম এখন অনেক ভার্সিটি ্ব্যবহার করছে! ২০০৭ সালের পর থেকে এ ভার্সিটিতে কোনো সেশন জট নাই যা আগে শাবিপ্রবিতে চিন্তা করা যেত না। যারা ভর্তি হতে আগ্গহীঃ আপনারা ্যারা ভর্তি হতে চান তারা নিচের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন http://www.sust.edu/~admission/ আমার অভিজ্ঞতা আমি ২০০৭ ব্যাচের ছাত্র। ্যারা social science faculty তে পরীক্ষা দিবেন তাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করছি।

যদিও আমি এইচ এস সি পরীক্ষা দিয়েছি science background থেকে, কিন্তু এখন আমি অর্থনীতি বিভাগের ছাত্র (engineering চান্স পাই নাই )। social science faculty তে সাধারণত বাংলা,ইংরেজি,সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে । সত্যি বলতে কি আমি মনে করি সাধারণ জ্ঞান এই পর্যায়ে আর নতুন করে শেখা খুবই কঠিন, ্যারা আগে থেকে পত্রিকা পড়ার অভ্যাস করেছেন তারাই ভালো করতে পারবেন ( exceptional কিছু হয় না তা কিন্তু না!!)। বাজারে সাধারণ জ্ঞান-এর অনেক বই পাওয়া ্যায়, সেগুলো ঝালাই করে দেখতে পারেন। বাংলা-র জন্য ৯ম-১০ম শ্রেণীর ব্যাকরণ বই-ই ্যথেষ্ট।

এ ছাড়া ইন্টার ক্লাসের বাংলা পাঠ্য বই অবশ্য পাঠ্য। ইংরেজির জন্য যে কোনো গ্রামার বই। ্যারা দুর্বল তারা কি করবেন? এটা আগামী লেখায় লিখব। আজ আর টাইপ করতে পারছি না, তার উপর আমি নতুন ব্লগার, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন আশা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.