আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি হতে পারে ঈদের দিনও

বর্ষা মৌসুমের শেষ সপ্তাহে মঙ্গলবার থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। বুধবারও থেমে থেকে বৃষ্টিতে ভিজতে হয়েছে নগরবাসীকে, দুর্ভোগে পড়তে হয়েছে ছুটিতে বাড়িমুখোদেরও।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার বা শনিবার ঈদুল ফিতর হতে পারে। ঈদের ছুটি বৃহস্পতিবার থেকে শুরু হলেও বুধবার শবে কদরের ছুটির আগ থেকে মানুষের বাড়ি ফেরার চাপ দেখা যাচ্ছে।
জ্যেষ্ঠ আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা আবদুর রহমান বলেন, “বর্ষার শেষার্ধ্বে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি হচ্ছে।

ঈদের দিনও বৃষ্টিমুখর থাকতে পারে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে এমন আবহাওয়া বিরাজ করবে। ”
আগামী সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
সাধারণত দেশে ঈদ জামায়াতগুলো খোলা মাঠে হয়। বৃষ্টি হলে সামিয়ানা টানিয়ে ঈদের নামাজ হয় অথবা মসজিদগুলোতেই নামাজ আদায় করেন মুসল্লিরা।


বুধবার ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে চাঁদপুরে ১১৯ মিলিমিটার।
পঞ্জিকার খাতায় বর্ষা মৌসুম শেষের দিকে হওয়ায় একটানা বৃষ্টির আশঙ্কা নেই বলে মনে করেন আবদুর রহমান।
এই সময় বৃষ্টির পর আবার সূর্য দেখা দিতে পারে বলেও জানান তিনি।
আবহাওয়াবিদরা জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর মাঝারীভাবে সক্রিয় রয়েছে।


বৃহস্পতিবার ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে বলে আভাস মিলেছে।
অগাস্ট মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে (গঙ্গা অববাহিকায়) স্বাভাবিক বন্যা হতে পারে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুপ্রবাহ (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নেবে অক্টোবরে।

ওই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.