আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাথা

সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।

ব্যাথা[/su ব্যাথা, মহিমাময়ী দেবী ঢেউয়ে ঢেউয়ে ভাসিয়েছো জীবনের দু’চর বাণ-দাগ শুকোতে না শুকোতেই আলোড়িত হলে বারবার ছেড়ে যেতে চাওনি কখনো রিক্ত এ জীবন বাহুলগ্ন থাকতে চেয়েছো চিরকাল সব যদি ছেড়ে গেলো একাকীত্ত্ব দিয়ে ব্যাথা, তুমিই থাকো পাশে চির সাথি হয়ে। (প্রিয় ব্লগারগন, সালাম নিবেন। বর্তমানে চাকুরীর সুবাদে আমার পোস্টিং মধ্যপ্রাচ্যের এমন একটি দেশের সীমান্ত শহরে-যেখানে সোসাল নেটওয়ার্কের কোনো সাইট ওপেন হয়না। কিন্তু সামু ব্লগের নেশা আমার কাটেনা।

এমন অবস্থায় আমার লেখা কিছু কবিতা ইমেইল করে একজন ব্লগারের কাছে সেন্ড করি আমার নিক পাসওয়ার্ড সহ। তাঁর সহযোগীতায়ই এই পোস্ট দেয়া। আমার লেখা যদি আপনাদের ভালো লাগে-আপনাদের মন্তব্যে জানাবেন। যখন সুযোগ পাবো-আপনাদের মন্তব্য পড়ে কৃতজ্ঞতা প্রকাশ করবো। ধন্যবাদ সবাইকে।

) সৈয়দ নূর কামাল রাস গুমাইস

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।