আমাদের কথা খুঁজে নিন

   

আবারও ঘুরে দাড়িঁয়েছে পুজি বাজার!!



আবারও ঘুরে দাড়িঁয়েছে পুজি বাজার। স্মরণকালের ভয়াবহ ধসের পর দিনই সূচক ৩০৪ পয়েন্ট বেড়ে ৭৯৫৯.২৭ পয়েন্টে দাড়িয়েছে। আজকের (২১.১২.২০১০) সব পত্রিকায় মোটামুটি এ রকমই স‍ংবাদই দিয়েছে। সুখের খবর! আমরা যারা শেয়ার ব্যবসা করি তাদের জন্য অবশ্যই সুখের খবর। তবে সাংবাদিক ভাইজানদের বলছি অতিরঞ্জিত সংবাদ পরিবেশন করবেন না প্লিজ।

আপনারা হয়ত জানেন বর্তমানে শেয়ার বাজারে অনেক পেশার লোক ইনভেস্ট করছে যেখানে পূর্বে নির্দিষ্ট পেশার লোকজন ইনভেস্ট করত। ঘরের গৃহিনী থেকে শুরু করে কলেজ পরুয়া ছাত্র পর্যন্ত তাদের হাত খরচ বাচিয়ে এ ব্যবসায় ইনভেস্ট করছে। আমাদের মত চাকুরিজীবিদের তো কথাই নেই। চাকুরীরর পাশাপাশি এই ব্যবসার তুলনা হয় না। সেনাকল্যান ভবনে অফিস থাকাকালীন আমর অফিসের একতলা নিচেই এক বন্ধুর প্রোরচনায় বিও একাউন্ট খুলি এবং শেয়ার ব্যবসা শুরু।

দেখে শুনে ব্যবসা করতে থাকি ভালোই সময় যাচ্ছিল। উল্লেখ্য ঐ সময়টায় কোন নারী ইনভেস্টরকে দেখা যায়নি। এখনতো মার্কেটে গৃহিনী থেকে শুরু করে কলেজ পরুয়া ছাত্র ,ছাত্রী আবাল, বৃদ্ধ, বনিতা সকলকেই দেখা যায়। পরিবর্তনে নতুন সরকার এলো পত্রিকায় সাংবাদিকদের কলামে ৯৬ এর গুজব ও এস এ সি এবং ডি এস সির উদ্ভট সিদ্ধান্তে মার্কেট টালমাটাল হয়। একে অপরকে দোষারুপ করতে থাকে।

মিচুয়াল ফান্ড সংক্রান্ত সিদ্ভান্তে প্রায় ৩ লাখ টাকার মত ধরা খাই। আমার কাছে তখন বিভিন্ন কোম্পানীর মিচুয়াল ফান্ডের ২০,০০০ শেয়ার হাতে। আমি আবার নগদ টাকা হাতছাড়া হয়ে গেলে কষ্ট পাই চেক বা অন্য উপায়ে গেলে তেমন লাগে না। তাই কিঞ্চিত কষ্ট পেলাম। তবে এবার বেশ কস্ট পেলাম যখন গত পরশু গিয়ে আমার ব্যালেন্স দেখলাম যেখানে মোট টাকা থেকে ১,৫০,০০০ টাকা নেই !! যাকে বলে মরার উপর খরার ঘা।

ট্রেডিং হাউস থেকে নিচে নেমে দেখলাম পুরো মতিঝিল জুরে বিনিয়োগকারীদের মিছিল আর টায়ার পোরানো আগুন। আগুনের দিকে তাকিয়ে নিজের মনের আগুনই যেন আরো দবদব করে জ্বলে উঠল। নিজেকে সামলে নিয়ে মাথা নিচু করে অফিসে চলে আসলাম। আমি শেয়ার মার্কেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছি নতুন কোন ব্যবসা করব বলে। তবে সাংবাদিক ভাইদের প্রতি আমার একটা অনুরোধ শেয়ার মার্কেট সর্ম্পকৃত কোন অতিরঞ্জিত লেখা, জোকস্ , নেগেটিভ কথা বা গুজব বিষয়ক সমস্ত ধরনের নেতীবাচক লেখা থেকে বিরত থাকুন।

ইতি বাচক লেখুন শেয়ার মার্কেট সম্প্রসারিত হোক । যারা অলস টাকা এত দিন ব্যাংক বা ঘরে রেখেছিলেন বা নতুন ইনভেস্ট করেছেন তাদের শেয়ার ব্যবসায় আরো বিনিয়োগে উৎসাহিত করুন, সোনার বাংলা গড়ার পথে এক ধাপ এগুতে দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.