আমাদের কথা খুঁজে নিন

   

ইস্কাটনে মোটরবাইক বাজার দেখে এলাম + ছোটখাটো রিভিউ

খুব সাধারন থাকতে চাই কারন ওটাই আমার জাত, কিন্তু মানুষের চাওয়ায় মানুষকে বদলাতে হয়। হয়ত আমিও বদলে যাব...

যেভাবে বাইকবিরোধী পোষ্ট আসছে তাতে কেনার জেদটা আরো বেড়ে যাচ্ছে। মোটরবাইক কিনব বলে দৃভাই মিলে বাসায় তদ্বির চলছে কিছুদিন ধরে। বাবা-মা কেউই রাজি হয় না। হবে কিকরে বলুন, কম ত আর দুর্ঘটনা ঘটল না আশেপাশে।

তারপরও আমরা যৌবনের ডাকে সাড়া দিযে শহীদ হতে রাজি হলাম। তারই একপর্যায়ে আজকে গেলাম নিউ ইস্কাটন রোডের দোকানগুলায়। ভাল লাগল কত্ত কত্ত বাইক ঝা-চকচকে। হাঙ্ক, ফেজার, স্টানার, পালসার, ইউনিকর্ন, সিবিজেড কী নাই সেখানে। উত্তরা মোটরস এর শোরুমে গেলাম, বেশ বড় পরিসরে করা।

তারা আবার তাদের লেটেস্ট "ডিসকভারি ১৫০ (১৪৪.৮সিসি)" এর উদ্বাধনের আমেজে ব্যস্ত। সারা দোকান ভরা এই বাইকেই। যদিও নেটে রিভিউ বেশি ভাল দেখলাম না এটার। মোটামুটি যা দেখলাম(+ নেট নলেজ) তার ফলাফল বলি। চয়েসের ক্রমানুসারে--- হিরো হোন্ডা হাঙ্ক (২০১০ মডেল):-- এটা সবসময়ই ভাল দাম পুরান মডেল ১,৬০,০০০; নতুন মডেল (১,৬৬১০০০); নতুনটা (রিয়ার ডিস্ক ব্রেক সহ) ১,৭৪,০০০ এটাকে আগের থেকেই কেনার ইচ্ছা আমাদের।

যারা হাঙ্ক-এ পালসারের কিছ স্পেশাল ফিচার পেতেন না বলে আফসোস ছিল তা এবার দুর হয়েছে। ২০১০ মডেলে পালসারের মত-- * ডিজিটাল স্পিডো+ ট্যাকোমিটারটা বড় করেছে। * লুক সামান্য বদলেছে। হাঙ্ক লোগোটা ৩ডি করেছে। * দুটো টায়ারই টিউবলেস।

* একজস্ট পাইপ রিডিজাইন। * উভয় চাকাতেই হাইড্রলিক/ডিস্ক ব্রেক। ওখানে দেখলাম কেবল লাল আর কালো দুটি রং আছে। আমার লালটাই পছন্দ -------------------------------- এরপরে আসে ইয়ামাহা(১৫০):--- বাজারের সবচেয়ে সুন্দর কিলার লুকিং বাইক। হাঙ্ক আমার চয়েসে উপরে গেল শুধু দামের পার্থক্যের কারনে।

দারুন সব ডিজাইনের বাইক দামগুলো-- এফজেড-১,৮৭,০০০, এফজেড-এস- ১,৯১,০০০, ফেজার- ২,০০,০০০ এত্ত দাম!! কিনুম কেমনে? আর এদের বস হল "আর১৫"। ফুল ফেয়ারিং সহ, দোকানে নাই, ফটো দেখায়া দাম চাইলো ৩,০০,০০০, এক দৌড় দিছি। তবে দেখতে সবচে বাজারে এগুলাই ভালো, তেলের ট্যাঙ্কের ডিজাইন দেখলে মনে হয় কোন দানব ঝুঁকে দৌড়ের স্ট্যানস নিয়া আছে, পুরাই পাঙ্খা। এরপরে আসে ইউনিকর্ন ও সিবিজেড(১,৬৩,০০০), দুইটাই যার যার জায়গায় জোস! তবে আমি কিনবনা কারন আরেকটু হাঙ্কিপাঙ্কি ডিজাইন চাই। ইউনিকরর্নের দাম জিগাইনাই।

আর লিখতে পারছিনা, কাল লিখব....চলবে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।