আমাদের কথা খুঁজে নিন

   

মুখোশের প্রচ্ছদে

ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল

একখানা হাসি ছুঁড়ি, একখানা স্বপ্নের মেঘ বেলচায় তুলে আনি আরো কিছু বিষণ্ন আবেগ আরো কিছু ভেজা ভোর, আরো কিছু একলা বিকেল রাজপথ চমকানো- ছুটে যাওয়া রেড সাইরেন হেডলাইন ভরে দেয়া- যদি কিছু বিমূঢ় খবর আচমকা ত্রস্ত করে স্যাটেলাইট- মিডিয়ায় ঝড় সেসবও সমানে আসে- যাই পাই ভরি নিওরন তুড়িতে বাজিয়ে দেই- তুলিতে সে রঙের ক্ষরণ স্রোতের পক্ষে গিয়ে দাঁড়াতে সে বিপূল অনীহা সাম্প্রতিক শব্দের ঘেরাটোপে ঢাকিনা নিজেকে কিছু খোলামেলা বলি, কিছু ভেবে, কিছু রেখে-ঢেকে কিছু তো ভাঙেই সব- ভাঙন তো আদিম তিয়াস নিজেকে খুঁড়িনা শুধু- উদভ্রান্ত ক্লান্ত স্পৃহা সেখানেই বিন্দু ভয়- থমকে যায় প্রতি নিঃশ্বাস কেবলই বেরিয়ে আসে লকলকে আতঙ্কের জীভ সতেজ হাসিতে চাপি, স্বপ্নময় প্রসন্ন সজীব- মুখোশের প্রচ্ছদে চাপা দেয়া আগুনের কণা- তবুও বাড়ায় মুখ, ভাঙে পাড়- তোলে হিম ফনা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।