আমাদের কথা খুঁজে নিন

   

মুখোশের মানুষ

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

মুখোশের মানুষ শাফিক আফতাব..................... আমি মানুষের মানুষ ভেবে খুলে রেখেছিলাম ভালোবাসার মন দেখি কুকুরের মতোন সংগোপণে প্রবেশ করে খেয়ে গেছে আমার দুপুরের খাবার, ইঁদুরের মতোন কেটে গেছে আমার ধানক্ষেতমন, আমার পাঠ্যবইগুলো কেটে কেটে পড়ার অনুপযোগী করে গেছে। আমি মানুষের মানুষ ভেবে বিশ্বাস করে পাহারায় রেখেছিলাম আমার বাড়ির, আমি মানুষের সম্মান করে বাড়িয়ে দিয়েছিলাম স্যালুটের হাত, আমি মানুষের শ্রেষ্ঠ মাখলুকাত ভেবে শ্রদ্ধায় আনত হয়েছিলাম __ দেখি তারা খুটেঁ খায় অবৈধ নারীর শরীর।

আমি মানুষের মুখে নুরের চেহারা দেখে__আউলিয়া ভেবে, সমাদর করেছি, সাধ্য দিয়ে আপ্যায়ন করেছি আগুন্তুকের __ দেখি ধর্মের খোলসে সে আমার বিরুদ্ধে গড়ে তুলেছে জনমত দেখি সে জবরদখলের চেষ্টা করছে আমার জমিজোত __ আমি আর মানুষের মানুষ ভাবতে পারছিনা, মুখোশের মানুষ সবাই......... ৩১.১০.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।